রায়গঞ্জ মেডিকেল কলেজের ৩ জনকে স্পেশ্যাল কোয়ারেন্টাইন পাঠাল স্বাস্থ্যদফতর
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
তড়িঘড়ি করে তিনজনের সোয়াব পরীক্ষার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, সহকারি অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায়।
#রায়গঞ্জ: শিলিগুড়ি এক করোনা আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসায় রায়গঞ্জ মেডিকেল কলেজের তিনজনকে স্পেশ্যাল কোয়ারেন্টাইন পাঠাল স্বাস্থ্যদফতর।তিনজনের সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে মেডিক্যাল কলেজের সহকারি অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায়।
জানা গিয়েছে,গত ২৮ মার্চ শিলিগুড়ির এক চিকিৎসককে সঙ্গে নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের একজন চিকিৎসক, একজন নার্স ও মেডিক্যাল কলেজের এ্যাকাউন্টেন্ট একটি গাড়িতে রায়গঞ্জে আসেন। শিলিগুড়িতে পৌছানোর পর তিনি অসুস্থতা বোধ করলে তার সোয়াব পরীক্ষা করানো হয়। পরীক্ষায় করোনা পসিটিভ ধরা পড়ে। এই খবর রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পৌছাতেই তিনজনকেই স্পেশ্যাল কোয়ারেন্টাইন পাঠানোর সিদ্ধান্ত নেয় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।রায়গঞ্জ বোগ্রামের স্পেশ্যাল কোয়ারেন্টাইন পাঠানো হয়। তড়িঘড়ি করে তিনজনের সোয়াব পরীক্ষার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, সহকারি অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2020 9:35 PM IST