Viral Samosa: অভিনব এই শিঙাড়ার টানেই সন্ধ্যা নামতেই জমে ভিড়! জানুন এই শিঙাড়ার বিশেষত্ব, দারুণ চমক

Last Updated:

Viral Samosa: এই শিঙাড়া মধ্যে শুধু আলুর পুর নয়। দেওয়া হয় মাংস। তাই এই শিঙাড়া খেতে লাগে দারুণ সুস্বাদু।কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘি চত্বরে এই শিঙাড়া দোকান বসছে অনেকটা সময় আগে থেকেই।

+
অভিনব

অভিনব এই শিঙাড়ার টানে সন্ধে নামতেই জমে ভিড়! জানুন এই শিঙাড়ার  বিশেষত্বের চমক

কোচবিহার: দিনের যে কোনও সময় বাঙালির হালকা জলখাবারের তালিকায় প্রথমেই থাকে শিঙাড়া। আবহাওয়া যেমনই হোক না কেন শিঙাড়ার প্রতি ভালবাসা কমে না বাঙালির। তাই বাঙালির ফাস্টফুডের তালিকায় প্রথমেই জ্বলজ্বল করে এই শিঙাড়ার নাম। আলু ও সবজির পুর দিয়ে তৈরি হওয়া শিঙাড়ার স্বাদ যেকোন খাবারকেই হার মানায়। তবে ইতিমধ্যেই শহর কোচবিহারে বিশেষ এক শিঙাড়া সকলের নজর আকর্ষণ করতে শুরু করেছে। এই শিঙাড়া মধ্যে শুধু আলুর পুর নয়। দেওয়া হয় মাংস। তাই এই শিঙাড়া খেতে সুস্বাদু হয়ে যায়। কোচবিহারের প্রাণকেন্দ্র সাগরদিঘি চত্বরে এই শিঙাড়া দোকান বসছে অনেকটা সময় আগে থেকেই।
দোকানের কর্ণধার অমরদীপ বানিয়া জানান, ”এখনকার দিনে দেখতে গেলে সব জায়গাতেই শিঙাড়া পাওয়া যায়। কিন্তু সব জায়গায় পনির কিংবা এমনি শিঙাড়া পাওয়া যায়। তবে তাঁদের এই বিশেষ শিঙাড়া পুরো কোচবিহারের মধ্যে শুধু মাত্র তাঁদের এখানেই পাওয়া যায়।
advertisement
advertisement
তবে আগে এখানে তাঁর বাবা বসতেন দোকান নিয়ে। কিছু দিন আগেই তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখন তিনি দেখাশোনা করেন। এখনও পর্যন্ত যাঁরা এই শিঙাড়া খেয়েছেন সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বর্তমান সময়ে প্রতিদিন তাঁর দোকানে প্রায় ১০০০ থেকে ১৫০০ পিস শিঙাড়া বিক্রি হয়। একটি শিঙাড়ার দাম মাত্র ১০ টাকা। তবে সন্ধ্যা ৭টার মধ্যেই তাঁদের এই শিঙাড়া শেষ হয়ে যায়।”
advertisement
দোকানে আসা এক গ্রাহক। সৈকত ভট্টাচার্য জানান, “এখন মানুষ বিভিন্ন নতুন ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে থাকে। এই বিশেষ শিঙাড়া কোচবিহার জেলায় এখানেই পাওয়া যাচ্ছে। তাই একদমই নতুন ধরনের এই শিঙাড়া খেতে ভিড় করছেন মানুষরা। খেতে বেশ সুস্বাদু লাগে এই নতুন ধরনের শিঙাড়া। সাধারণ শিঙাড়া জেলার সর্বত্র পাওয়া গেলেও এই বিশেষ শিঙাড়া শুধু একটি দোকানেই পাওয়া যায়। তাই সন্ধ্যা নামলেই এই দোকানে ভিড় করে বহু মানুষ।”
advertisement
জেলার প্রাণকেন্দ্রে সন্ধ্যা বেলায় শুরু হওয়া এই দোকান প্রায় সকল খাদ্য রসিকদের মধ্যে আলাদা ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে একবার শেষে হয়ে গেলে পরের দিন ছাড়া উপায় নেই গ্রাহকদের। কারণ এই শিঙাড়া কিনতে রীতিমতো ভিড় উপচে পড়ে দোকানে।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Samosa: অভিনব এই শিঙাড়ার টানেই সন্ধ্যা নামতেই জমে ভিড়! জানুন এই শিঙাড়ার বিশেষত্ব, দারুণ চমক
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement