জানালা খুললেই তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা! ঘুরে আসুন দাওয়াইপানি থেকে

Last Updated:

North Bengal- দাওয়াইপানি থেকে ধরা দেবে হিমালয়ের এক প্যানোরমিক ভিউ। তার মধ্যে নেপাল ও ভুটান হিমালয়ের নামজাদা শৃঙ্গও রয়েছে।

+
দাওয়াইপানি 

দাওয়াইপানি 

দার্জিলিং : বড়দিনের ছুটিতে কোথায় যাবেন ভাবছেন? ঘুরে আসুন এই জায়গা থেকে। এখানে কফির কাপে চুমুক দিতে দিতে হোমস্টে-এর জানলায় দাঁড়ালেই ধরা দেবে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। গ্রামের যে অংশেই যাবে গোটা অংশ জুড়ে শুধুই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য।
ভাবছেন এমন গ্রাম কোথায় রয়েছে? ঠিকানা হল দাওয়াইপানি। শান্ত, নিরিবিলি, ছোট্ট পাহাড়ি গ্রাম। হাওয়া-পানি বদল করতে ঘুরে আসতে পারেন দাওয়াইপানি। ‘দাওয়াই’ কথাটার অর্থ ওষুধ। আর ‘পানি’ মানে জল-হাওয়া। সুতরাং উত্তরবঙ্গের এই গ্রামে এলে আপনার শরীর আর মন দুটোই ভাল হয়ে যাবে নিমেষে।
আরও পড়ুন- ঝড়ের বেগে চলছে গাড়ি! রাস্তায় অন্ধকারে হঠাৎ সামনে ওটা কী? ভয়ে কাঁটা যাত্রীরা
দার্জিলিং থেকে এক ঘণ্টার পথ দাওয়াইপানি। আর শিলিগুড়ি দিয়ে গেলে গাড়িতে সময় লাগবে মাত্র দেড় ঘণ্টা। দার্জিলিং থেকে বেশ উঁচুতে অবস্থিত হলেও ঘুম স্টেশন থেকে মাত্র কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন দাওয়াইপানি।প্রায় ৬ হাজার ফুট উচ্চতা থেকে যে সাদায় মোড়া কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যাবে তা বলা বাহুল্য। বরং বলা চলে, দাওয়াইপানি থেকে ধরা দেবে হিমালয়ের এক প্যানোরমিক ভিউ। তার মধ্যে নেপাল ও ভুটান হিমালয়ের নামজাদা শৃঙ্গও রয়েছে।
advertisement
advertisement
দাওয়াইপানিতে বসে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয় আর সূর্যাস্তের দেখতে পাবেন। সূর্যোদয়ের ছটায় ভোর হয় দাওয়াইপানিতে। তারপর সারাটা দিন জুড়ে শোনা যায় পাখিদের কলরব। আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই কমলা আলো মায়াবি পরিবেশ তৈরি করে গ্রাম জুড়ে।
অন্ধকার নামলেই নীচে থাকা দার্জিলিং আলোয় ঝলমলিয়ে ওঠে।দাওয়াইপানির নীচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি খরস্রোতা নদী। সেখানে ব্রিটিশদের তৈরি করা একটি সেতুও রয়েছে। ইচ্ছা হলে পাহাড়ি গ্রামের রাস্তা ধরে ঘুরে নিতে পারেন। যদিও দাওয়াইপানি শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আপনাকে এই গ্রামের প্রেমে ফেলতে বাধ্য।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
জানালা খুললেই তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা! ঘুরে আসুন দাওয়াইপানি থেকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement