Uttar Dinajpur News: প্রাইভেট টিউশন সেরে আর বাড়ি ফেরা হল না জাহানুমার
- Reported by:PIYA GUPTA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
গৃহ শিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয় জাহানুমা খাতুন নামে এক ছাত্রীর
উত্তর দিনাজপুর: প্রাইভেট টিউশন সেরে আর বাড়ি ফেরা হল না কিশোরী ছাত্রীর। পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল বছর দশকের জাহানুমা খাতুনের। করণদিঘির দৌলতপুর এলাকার ঘটনা।
গৃহ শিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। করণদিঘি থানার অধীন রসাখোয়ার দৌলতপুর এলাকায় জাহানুমা খাতুনের বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফিরছিল ছোট্ট জাহানুমা। সেই সময় একটি পিকআপ ভ্যান প্রচন্ড গতিতে ছুটে এসে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই কিশোরী।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ছাত্রের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসে করণদিঘি থানার পুলিশ। তারা এসে জাহানুমার দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2023 5:53 PM IST










