Street Dogs: একের পর এক কুকুরের দেহ উদ্ধার, শিলিগুড়িতে হচ্ছেটা কী? মারাত্মক অভিযোগ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Street Dogs: ঘটনায় দোষীদের চিহ্নিতকরণের দাবি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আর্জি। ঘটনাস্থলে পুলিশ।
শিলিগুড়ি: ১০টি শিশু কুকুরের দেহ উদ্ধার। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে “খুন” করার অভিযোগ পশুপ্রেমীদের। শিলিগুড়ির সুভাষপল্লির ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় দোষীদের চিহ্নিতকরণের দাবি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আর্জি। ঘটনাস্থলে পুলিশ।
আবার অন্যদিকে একেবারেই উল্টো ঘটনা। ট্রাক রেখে ৯টি অসহায় কুকুর ছানার সেবায় মগ্ন গুজরাতের লরিচালক, পশুপ্রেমে নজির গড়েছেন তিনি। এককথায় এক শহরের দুই মুখ। যে শহরের বুকে ১০টি কুকুর ছানাকে খাবারে বিষ মিশিয়ে “খুনের” অভিযোগ উঠেছে। সেই শহরে ভিন্ন ছবি। শহর লাগোয়া ফুলবাড়ি ট্রাক টার্মিনালে অন্য ছবি। ৯টি কুকুর ছানাকে পিতৃস্নেহে বড় করে তুলছেন গুজরাতের লরি চালক সুনীল ভাই কাপুরি।
advertisement
আরও পড়ুন: রোজ দাঁত মাজার মতোই করতে হবে ব্যায়াম, ১০ মিনিটের ওয়ার্কআউটে যা লাভ ভাবা যায় না!
১ মাসেরও বেশি সময় ধরে কুকুর ছানার সেবায় মগ্ন তিনি। শাবকের জন্ম দেওয়ার পর দুর্ঘটনায় মৃত্যু হয় মা কুকুরের। চোখের সামনে সেই ছবি দেখেছিলেন গুজরাতি লরি চালক। তারপর থেকে লরি টার্মিনালে পার্ক করে কুকুর ছানাদের বড় করে তুলছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: রোজ যত খুশি হাঁটলে উল্টে শরীরের ক্ষতি! বয়স অনুযায়ী হাঁটার পরিমাণ আলাদা, কতটা হাঁটবেন জানুন
প্রত্যহ দুধ, বিস্কুট আর চিকেন খাওয়াচ্ছেন। নিজের টাকা খরচ করে অসহায় অবলা প্রাণীদের পাশে সুনীল। মাস খানেকের বেশি সময় ধরে এই কাজ করছেন তিনি, বাড়ি ফিরতে চাইছে না মন। কীভাবে ওদের এভাবে ফেলে যাবেন! বলেন সুনীল ভাই। তাঁর অমন মানবিকতায় খুশি স্থানীয়রা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2023 7:13 PM IST