SSC Tainted List Update: অযোগ্যদের তালিকায় ছেলের নাম বেরতেই মাথায় হাত, চরম হতাশায় ভুগছেন চাকরিহারা শিক্ষকের বাবা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
SSC Tainted List Update: আগেই হারিয়েছিলেন চাকরি, এবার নাম বেরল অযোগ্যদের তালিকায়৷ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকার বাসিন্দা অসীম বিশ্বাস ছিলেন ২৬ হাজার চাকরি হারাদের দলে। এবার তার নাম যুক্ত হল অযোগ্যদের তালিকায়।
রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: আগেই হারিয়েছিলেন চাকরি, এবার নাম বেরল অযোগ্যদের তালিকায়৷ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম চকচকার বাসিন্দা অসীম বিশ্বাস ছিলেন ২৬ হাজার চাকরি হারাদের দলে। এবার তার নাম যুক্ত হল অযোগ্যদের তালিকায়।
অসীম বিশ্বাস আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোর ডাঙ্গা হাইস্কুলের এডুকেশনের শিক্ষক হিসেবে চাকরি করতেন। এই চাকরি পাওয়ার আগে তিনি শামুকতলা মহাকালগুড়ি মিশন হাই স্কুলে প্যারা টিচারের কাজ করতেন।
আরও পড়ুন-৪ কন্যা সন্তানকেই হারিয়েছেন সানি লিওন, শোকে পাথর নায়িকা, ফাঁস করলেন ভয়ানক যন্ত্রণার কথা…
তার বাবা প্রফুল্ল বিশ্বাস জানিয়েছেন, এই খবরে তারা মানসিক ভাবে বিপর্যস্ত। যদিও জটিল আইনি প্রক্রিয়ায় তারা যাবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত তারা নিতে পারেন নি। যদিও গ্রামের মানুষ বলছেন, অসীম বিশ্বাস টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2025 2:09 PM IST