Panchayat Election 2023: তৃণমূলের মাস্টারস্ট্রোক! দণ্ডী নির্যাতিতা শিউলি মার্ডি পঞ্চায়েতে তৃণমূলের বাজি
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে দণ্ডীকাণ্ডের অন্যতম নির্যাতিতা শিউলি মার্ডিকেই এ বার পঞ্চায়েতে প্রার্থী করল শাসকদল তৃণমূল। জেলার রাজনৈতিক মহলের দাবি, দণ্ডীকাণ্ডের প্রায়শ্চিত্ত করতেই শিউলি মার্ডিকে প্রার্থী করা হয়েছে।
দক্ষিণ দিনাজপুর: রাতারাতি চকবলরাম উঠে এসেছিল সংবাদের শিরোনামে। দণ্ডীকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল রাজ্যে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দণ্ডীকাণ্ডের অন্যতম নির্যাতিতা শিউলি মার্ডিকেই এ বার পঞ্চায়েতে প্রার্থী করল শাসকদল তৃণমূল। জেলার রাজনৈতিক মহল মনে করছে দণ্ডীকাণ্ডের প্রায়শ্চিত্ত করতেই শিউলি মার্ডিকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, বিগত প্রায় তিন মাস আগে বালুরঘাট জেলা বিজেপি পার্টি অফিসে থেকে জেলা তৃণমূল পার্টি অফিস পর্যন্ত দণ্ডী কাটিয়ে তৃণমূলে যোগদান করানোর সময় তাদের প্রায়শ্চিত্ত করার অভিযোগ উঠেছিল।
এরপর দণ্ডীকাণ্ড নিয়ে উত্তাল হয়ে ওঠে তপনের গোফানগর পঞ্চায়েতের চকবলরাম গ্রাম। কারণ জেলায় আদিবাসী প্রায় ৩০% ভোট দণ্ডীকাণ্ডের ঘটনার জন্য প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা ছিল জেলা তৃণমূল নেতৃত্বের। বিজেপি পঞ্চায়েত ভোটের আগে এই সুযোগকে হাতছাড়া করতে চায়নি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিভিন্ন আদিবাসী সংগঠন এই ঘটনার প্রতিবাদে সামিল করে বিজেপি। কিন্তু সেই রাজনৈতিক লাভ যাতে বিজেপি তার ভোট বাক্সে ফেলতে না পারে সেই কারণে এই ‘মাস্টারস্ট্রোক’ বলে মনে করছে রাজনৈতিক মহল।
advertisement
আরও পড়ুনঃ আজও ব্যাপক বৃষ্টিতে তোলপাড় রাজ্য, ৩ জেলায় কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের
তৃণমূল প্রার্থী শিউলি মার্ডির দাবি, “আমার স্বামী ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে জিতে গোফানগরে তৃণমূলের প্রধান হয়েছিলেন। তৃণমূল কংগ্রেস এলাকার উন্নয়ন, রাস্তাঘাট ও মানুষের কাজ করেছে। আমি এলাকার মানুষের উন্নয়ন করতে চাই।”
advertisement
আরও পড়ুনঃ পঞ্চায়েতে গ্রামের ছেলেকেই চাই! স্থানীয় যুবককে দিয়ে যা করাল গ্রামবাসীরা…! অবাক TMC-CPIM-BJP
গোফানগর পঞ্চায়েত চকবলরাম সংসদে তৃণমূল প্রার্থী করেছে শিউলি মার্ডিকে। তার বিপক্ষে বিজেপির প্রতীকে লড়ছেন সোনামণি মুর্মু এবং আরএসপির প্রার্থী সালোমি হেমব্রম। গত এপ্রিল মাসে বিজেপি গোফানগরের বাদসনকৈইর গ্রামে যোগদান করে ২০০ আদিবাসী পরিবার। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূলের মহিলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে সনকৌইর গ্রামের তিন আদিবাসী মহিলাকে দণ্ডী কাটিয়ে বিজেপি থেকে তৃণমূলে ফেরানোর অভিযোগ ওঠে। উত্তাল হয় রাজ্য রাজনীতি। এমনকি এই ঘটনার পরে ২ মে জনসংযোগ কর্মসূচিতে এসে আদিবাসী ওই তিন দণ্ডীকাটা মহিলার সঙ্গে দেখা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদ যায় প্রদীপ্তা চক্রবর্তীর।
advertisement
ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মনোনয়নপত্র জমা দেন শিউলি মার্ডি এবং দেওয়াল লিখনের পরে প্রচার শুরু করেছেন। সমগ্র আদিবাসীর সমাজ তার পক্ষে থাকবে বলে তিনি আশাবাদী। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস চকবলরাম এলাকা থেকে বিপুল ভোটে জয়ী হবে।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2023 12:51 PM IST