Malda: শিকড় অনেক গভীর, চিনা নাগরিক হানকে উত্তরপ্রদেশের নিয়ে যাচ্ছে অ্যান্টি টেররিজম স্কোয়ার্ড

Last Updated:

চিনা নাগরিক হান জুনওয়েকে তদন্তের প্রয়োজনে উত্তরপ্রদেশের নিয়ে যাওয়ার আবেদন মঞ্জুর মালদহ আদালতের। লখনউ সিজেএম আদালতে আগামী ২ জুলাই হাজির করা হবে হানকে।

#মালদহ: চিনা নাগরিক হান জুনওয়েকে তদন্তের প্রয়োজনে উত্তরপ্রদেশের নিয়ে যাওয়ার আবেদন মঞ্জুর মালদহ আদালতের। লখনউ সিজেএম আদালতে আগামী ২ জুলাই হাজির করা হবে হানকে। লখনউ এটিএস-র তরফ থেকে এ দিন তাঁকে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানানো হয় মালদহ আদালতে। আবেদন মঞ্জুর হয়েছে বলে জানিয়েছেন আদালতে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মেহতাব আলম।
আর্থিক প্রতারণার পুরনো  মামলায় বেশ কিছুদিন ধরেই হানকে খুঁজছিল উত্তর প্রদেশে পুলিশের এটিএস। এরপর ১১ জুন মালদহের কালিয়াচক থানার অধীন মিলিক সুলতানপুর এলাকায় বিএসএফের হাতে ধরা পড়ে হাঁ। কাঁটাতার বিহীন এলাকা দিয়ে বাংলাদেশের ভিসা নিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বিশেষ কোনও উদ্দেশ্যই এপারে ঢুকেছিলেন হান। ধরা পড়ার পর প্রথম ৩-৪দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে এগোচ্ছিল জেলা পুলিশ।  এরইমধ্যে তদন্তের দায়িত্ব ভার তুলে দেওয়া হয় এসটিএফের হাতে। পরে এস টি এফ তাঁকে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। তাঁর ল্যাপটপ এবং আইফোন খোলার চেষ্টা করেন তদন্তকারীরা। কিন্তু, তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে হানের বিরুদ্ধে। এই অবস্থায় গতকাল শুক্রবার জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
advertisement
শুক্রবার সন্ধ্যাতেই চিনা নাগরিক হানকে নিয়ে যাওয়া হয় মালদহ জেলা সংশোধনাগারে। এ দিন পুরনো মামলায় হানকে উত্তরপ্রদেশের নিয়ে যেতে চেয়ে আদালতে কাছে আর্জি জানায়। উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, লখনউতে হানের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, সাইবার ক্রাইম-এ অভিযোগ রয়েছে। সেই মামলায় ইতিমধ্যেই তাঁর নামে জারি হয়েছে প্রোডাকশন ওয়ারেন্ট। সব ঠিকঠাক থাকলে ২ জুলাই তাঁকে পেশ করা হবে লখনউ আদালতে। মালদহ জেলা সংশোধনাগার থেকে সুদুর লখনউ হানকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজন ছিল আদালতের অনুমতির। এ দিন সেই আবেদন মঞ্জুর হওয়ায় হানকে উত্তর প্রদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও বাঁধা রইল না। সেখানে তাঁকে আরও জিঞ্জাসাবাদ করতে চান অ্যান্টি টেররিজম স্কোয়াডের তদন্তকারীরা।
advertisement
advertisement
Sebak DebSarma
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda: শিকড় অনেক গভীর, চিনা নাগরিক হানকে উত্তরপ্রদেশের নিয়ে যাচ্ছে অ্যান্টি টেররিজম স্কোয়ার্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় !

  • রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা

  • তার প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরে সরাসরি পড়বে না

VIEW MORE
advertisement
advertisement