Crime news: চতুর্থ শ্রেণির নাবালিকাকে পাট ক্ষেতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশী
- Published by:Ratnadeep Ray
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
Crime news: মালদহে পাট ক্ষেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘটনার পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও অধরা অভিযুক্ত।
মালদহ: মালদহে পাট ক্ষেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘটনার পাঁচ দিন হয়ে যাওয়ার পরেও অধরা অভিযুক্ত।
অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিস জানিয়েছেন, অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণির ওই ছাত্রী শনিবার দুপুর দেড়টা নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু। সেখান থেকে নাবালিকাকে তুলে নিয়ে পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে প্রতিবেশী যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত যুবকের নাম রুহুল আমিন। ঘটনার পর থেকেই বেপাত্তা ওই যুবক। ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার পরিবার।
advertisement
advertisement
পরিবারের দাবি, চতুর্থ শ্রেণীর পড়ুয়া ওই ছাত্রী গুরুতর অসুস্থ। প্রথমে তাকে মশালদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। এখনও সেখানে চিকিৎসাধীন ওই নাবালিকা। এখনও বিপন্মুক্ত নয় ওই নাবালিকা। এদিকে অভিযুক্তের স্ত্রীর দাবি, স্বামীর কুকর্মের কথা তাঁর জানা নেয়। পাশাপাশি, নির্যাতিতার পরিবার পরিজনকে মারধর করে স্বামীকে এলাকাছাড়া করেছে বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্তের স্ত্রী। স্বামী দোষী হলে শাস্তি হোক এমনটাও বলছেন অভিযুক্তের স্ত্রী।
advertisement
স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রতিবেশী যুবক যে কাণ্ড ঘটিয়েছে তা গুরুতর। অবিলম্বে তাকে গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলন হবে”। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে, যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করা হবে। অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপও নেবে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2024 12:43 PM IST