Samaresh Majumder | Jalpaiguri: ভূমিপুত্রকে হারাল জলপাইগুড়ি, হাকিমপাড়া জুড়ে এখন শুধু লেখকেরই স্মৃতি রোমন্থন

Last Updated:

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বরেণ্য এই সাহিত্যিক। গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরে শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশে মজুমদারের সিওপিডি-র সমস্যা ছিল। হাসপাতালে থাকাকালীন বাড়ে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপনিয়া)।

উত্তরবঙ্গ: তাঁর লেখায় বারবার ফিরে এসেছে উত্তরবঙ্গের কথা৷ উত্তরবঙ্গের পাহাড়, উত্তরবঙ্গের নদী৷ উত্তরের পথঘাট, মানুষজন৷ শৈশবে তাঁর উপরে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গ যে ছাপ ফেলেছিল, আমৃত্যু সেইসবই পাথেয় হয়েছিল তাঁর৷
জলপাইগুড়ি জেলার ভূমিপুত্র ছিলেন স্বনামধন্য এই লেখক। পড়াশোনা করেছেন জলপাইগুড়ি জেলা স্কুলে৷ তারপরে উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে আসা৷ উত্তরের পাহাড়ি সবুজ থেকে দক্ষিণের সমতলে কংক্রিটের শহরে নেমে এলেও, তাঁর রন্ধ্রে রন্ধ্রে বসত করল ডুয়ার্স ও জলপাইগুড়ি৷ আর সেই ছাপ পড়েছিল তাঁর লেখাতেও৷ উত্তরাধিকার থেকে সাতকাহন, তাঁর বহু উপন্যাসেই ঘুরে ফিরে এসেছে এই সব অঞ্চলের কথা৷ মৌষলকাল উপন্যাসের মাধ্যমে বোধহয় ফিরেও যেতে চেয়েছিলেন ছোটবেলার সেই শহরে৷
advertisement
আরও পড়ুন: স্বপ্ন দেখা থেকে স্বপ্ন ভাঙার আখ্য়ান! সমরেশ মজুমদার চিনিয়েছিলেন সত্তরের উত্তাল দশক, চিনিয়েছিলেন অনিমেষদের
ভূমিপুত্রের মৃত্যুতে শোকাহত জলপাইগুড়ির বাসিন্দারা। ছাত্র জীবনে জেলা স্কুলে পড়াকালীন তিনি জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ার পৈত্রিক বাড়িতে থাকতেন। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে সেই সব স্মৃতিচারণ করলেন হাকিম পাড়ার বাসিন্দারা।
advertisement
advertisement
বাংলা সাহিত্য জগতের ইন্দ্রপতন ঘটল আজ, সোমবার, ৮ মে ২০২৩। চলে গেলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন :  চলে গেলেন কালবেলা, সাতকাহন-এর স্রষ্টা সমরেশ মজুমদার
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বরেণ্য এই সাহিত্যিক। গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরে শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশে মজুমদারের সিওপিডি-র সমস্যা ছিল। হাসপাতালে থাকাকালীন বাড়ে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপনিয়া)।
advertisement
তিনি চলে গেলেও রেখে গিয়েছে‌ন তাঁর সৃষ্টি কালপুরুষ, কালবেলা, সাতকাহন সহ অসংখ্য ব‌ই। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে‌ছে বাংলার সাহিত্য মহলে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Samaresh Majumder | Jalpaiguri: ভূমিপুত্রকে হারাল জলপাইগুড়ি, হাকিমপাড়া জুড়ে এখন শুধু লেখকেরই স্মৃতি রোমন্থন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement