Road Accident: রাতের অন্ধকারে দৈত্যের মতো ছুটে এল 'বেলাগাম' লরি! পিষে দিল ফুটপাতে থাকা শ্রমিকদের, স্পিডের বলি ১, আহত ২জন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
রাত প্রায় এগারোটা নাগাদ ধূপগুড়ি খলাইগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি লরি দ্রুত গতিতে প্রথমে বাইক আরোহীকে ধাক্কা মারে।
ধূপগুড়ি: বেপরোয়া দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত ১, গুরুতর আহত ২। মৃতের নাম প্রকাশ সূত্রধর (২৪)। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহাকুমার খলাই গ্রাম সংলগ্ন ধূপগুড়ি থেকে ফালাকাটা আমি ৩১ নম্বর জাতীয় সড়কে।
স্থানীয়রা জানান রাত প্রায় এগারোটা নাগাদ ধূপগুড়ি খলাইগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি লরি দ্রুত গতিতে প্রথমে বাইক আরোহীকে ধাক্কা মারে। তারপর সেখান থেকে দ্রুতগতিতে পালাতে গিয়ে ফুটপাতে থাকা দুই শ্রমিককে ও পিষে দেয় ঘাতক লরিটি। এরপর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী প্রকাশ সূত্রধরের৷ তাঁর বাড়ি ফালাকাটা মিলরোডে।
advertisement
advertisement
আহত হন আরও ২ জন৷ নারায়ণ সরকার ও আনন্দ রায়৷ তাঁরা দু’জনে খলাইগ্রাম এলাকার বিদেশ প্লাইউড কারখানার শ্রমিক। কাজ শেষে বাড়ি ফেরার সময় বেপরোয়া একটি লরি দ্রুত গতিতে এসে প্রথমে মোটর বাইকে ধাক্কা মারে, এরপর সেখান থেকে পালাতে গিয়ে পিষে দেয় ফুটপাত দিয়ে বাড়ি ফিরতে থাকা দুই শ্রমিককে। ছুটে আসে আশেপাশের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। খবর দেয়া হয় দমকল কর্মীদের।
advertisement
খবর পেয়ে ছুটে যায় ধূপগুড়ি থানার পুলিশ ও। আহত ব্যক্তিদের স্থানীয়দের সাহায্যে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। একজনকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকেই।
তবে মৃত যুবকের দেহ ধূপগুড়ি থানায় রাখা হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। আজ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতাল পাঠানো হবে।
advertisement
রকি চৌধূরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2024 8:24 AM IST