Railway: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনে ১০০% বৈদ্যুতীকরণ সম্পন্ন

Last Updated:

আলিপুরদুয়ার ডিভিশনে সফল বৈদ্যুতীকরণের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে, অন্যদিকে তিনসুকিয়া ডিভিশনে বিদ্যুতীকরণের প্রচেষ্টা ক্রমাগত গতিতে চলছে

* উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনে ১০০% বৈদ্যুতীকরণ সম্পন্ন
তিনসুকিয়া ডিভিশনে অগ্রগতি অব্যাহত
* উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনে ১০০% বৈদ্যুতীকরণ সম্পন্ন তিনসুকিয়া ডিভিশনে অগ্রগতি অব্যাহত
উত্তরবঙ্গ: বৈদ্যুতীকরণের প্রচেষ্টায় ক্রমাগত এগিয়ে চলেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। আলিপুরদুয়ার ডিভিশনে সফল বৈদ্যুতীকরণের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে, অন্যদিকে তিনসুকিয়া ডিভিশনে বিদ্যুতীকরণের প্রচেষ্টা ক্রমাগত গতিতে চলছে ৷
আলিপুরদুয়ারে, ৪৬ রুট কিলোমিটার (আরকেএম)/৫০.৫৩৬ ট্র্যাক কিলোমিটার (টিকেএম) জুড়ে বিস্তৃত ফকিরাগ্রাম-গোলকগঞ্জ সেকশনের বৈদ্যুতীকরণ, সম্পূর্ণ ডিভিশনের বৈদ্যুতীকরণের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা অধিক কার্যকারিতা এবং স্থায়িত্ব নিশ্চিত করে। একইভাবে, ৪৯.৮১ আরকেএম/৫৫.৭১ টিকেএম দৈর্ঘের নিউ কোচবিহার-দিনহাটা-বামনহাট সেকশনের বৈদ্যুতীকরণ, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে-তে বৈদ্যুতীকরণের অগ্রগতিকে আরও শক্তিশালী করবে। এই সাফল্যগুলির মধ্যে এসসিএডিএ বাস্তবায়ন, স্টেশনগুলিতে ট্রিপ ইউনিট রেটিং সরবরাহ এবং সফল ইলেক্ট্রিক লোকো ট্রায়াল-সহ মুখ্য আপগ্রেডগুলি রয়েছে৷
advertisement
উল্লেখযোগ্যভাবে, ইলেক্ট্রিক লোকো ট্রায়াল ১৯:১৬ ঘন্টায় শুরু হয় এবং ২০:১১ ঘন্টায় ইলেক্ট্রিক লোকোটি ফকিরাগ্রাম পৌঁছায়, যা বৈদ্যুতীকরণের সফল বাস্তবায়নকে প্রদর্শন করে। এই মাইলফলকের সঙ্গে, এই ডিভিশন বাধাহীন বৈদ্যুতিক ট্রেন পরিচালন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত, ফলে দ্রুত ভ্রমণ, কম নির্গমন এবং সাশ্রয়ী রেলওয়ে ভ্রমণ সুবিধা সম্ভব হয়ে উঠবে।
advertisement
এর পাশাপাশি, তিনসুকিয়া ডিভিশনের মরিয়নি-যোরহাট টাউন সেকশনের বৈদ্যুতীকরণের কাজও এগচ্ছে। ১৮.২১৫ আরকেএম/২২.৭২৫ টিকেএম দৈর্ঘের এই সেকশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের কাজ সক্রিয় ভাবে চলছে। যেমন, সাব-স্টেশন, অগজিলিয়ারি ট্রান্সফর্মার ও সুপারভাইজারি কন্ট্রোল ও ডেটা অ্যাকুইজিশন ইনস্টলেশনের কাজ। সেই সঙ্গে, লেভেল ক্রসিং ও ওভার-লাইন স্ট্রাকচারগুলোর বৈদ্যুতীকরণের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে।
advertisement
এই সব কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে রেল পরিকাঠামোকে আধুনিক করে তোলার জন্য দায়বদ্ধ এবং ভারত সরকারের ‘মিশন ইলেকট্রিফিকেশন’ উদ্যোগের ক্ষেত্রেও অবদান রাখছে। স্থায়িত্ব ও কার্যাকারিতাকে অগ্রাধিকার দিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এমন এক রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তোলার পথ প্রশস্ত করছে যা হবে পরিবেশের অনুকূল, আরও বিশ্বস্ত ও ভবিষ্যতের জন্য উপযুক্ত। যে-নেটওয়ার্ক অবিরাম ভাবে উত্তর পূর্বের রাজ্যগুলিকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Railway: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনে ১০০% বৈদ্যুতীকরণ সম্পন্ন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement