হোম /খবর /উত্তরবঙ্গ /
জেএনইউ কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন রায়গঞ্জের বুদ্ধিজীবীরা

জেএনইউ কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন রায়গঞ্জের বুদ্ধিজীবীরা

  • Last Updated :
  • Share this:

Uttam Paul#রায়গঞ্জ: জে এন ইউ কান্ডের প্রতিবাদে রায়গঞ্জ শহরে বুদ্ধিজীবীরা পথে নামলেন। রায়গঞ্জ নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ মিছিল করলেন চিকিৎসক থেকে আইনজীবী, সাহিত্যিক থেকে রাজনীতিবিদ। জেএনইউ-তে এবিভিপি-র মদতপুষ্ট গুন্ডা বাহিনীর ছাত্রদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করলেন বুদ্ধিজীবীরা। মিছিল শেষে বিদ্রোহী মোড়ে এক পথসভাও করে রায়গঞ্জ নাগরিক সমাজ।রায়গঞ্জ নাগরিক সমাজের নামে প্রতিবাদ মিছিলে পা মেলালেন শহরের বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ থেকে কলেজ ছাত্রছাত্রীরাও। মিছিলে বিশিষ্ট চিকিৎসক ডাঃ জয়ন্ত ভট্টাচার্য ছাড়াও ছিলেন বহু আইনজীবী ও সাহিত্যিকেরা। এছাড়াও প্রতিবাদ মিছিলে অংশ নেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার কাউন্সিলরগন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানষ ঘোষ । জে এন ইউ কান্ডের প্রতিবাদে মিছিলে শামিল হন রায়গঞ্জের বিশ্ববিদ্যালয়, সুরেন্দ্রনাথ কলেজ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। নাগরিক মঞ্চের ব্যানারে আজকের এই প্রতিবাদ মিছিলে পা মেলান বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠনের সদস্যগন। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে রায়গঞ্জ নাগরিক মঞ্চের প্রতিবাদ মিছিল শুরু হয়ে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে বিদ্রোহী মোড়ে গিয়ে শেষ হয়।রায়গঞ্জ নাগরিক মঞ্চের পক্ষে বিশিষ্ট চিকিৎসক ডাঃ জয়ন্ত ভট্টাচার্য বলেন, ‘‘দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পূর্ব পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মদতপুষ্ট গুন্ডা বাহিনী কলেজের মেয়েদের হোস্টেলে ঢুকে ছাত্রী সহ শিক্ষকাদের উপর আক্রমণ করেছে, তান্ডব চালিয়েছে। এটা অভাবনীয় ঘটনা। এর প্রতিবাদে রায়গঞ্জের সর্বস্তরের মানুষ এক হয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে।’’ তিনি উল্লেখ করেন ভিন্ন রাজনৈতিক মত পোষণ করেও এই কলেজ থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়, দেশের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সীতারাম ইয়েচুরির মতো বিশিষ্ট ব্যক্তিত্ব শিক্ষালাভ করেছেন। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ধর্ম মত আলাদা হতে পারে কিন্তু সেখানে ধর্ম রাজনীতি নিয়ে দাঙ্গা কখনই কাম্য নয়। প্রতিবাদ মিছিল শেষে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড়ে জেএনইউ কান্ড নিয়ে একটি পথসভাও করে রায়গঞ্জ নাগরিক কমিটি।

Published by:Simli Raha
First published:

Tags: JNU, JNU Violence, Protest Rally, Raigunj citizen forum