Alipurduar News: বৃষ্টি শুরু হতে জলযন্ত্রণার ছবি দেখা গেল আলিপুরদুয়ারে

Last Updated:

বর্ষার দিন শুরু হলেই জলযন্ত্রণার চিত্র উঠে আসে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষ করে মাদারিহাট ও কালচিনির এলাকার বিভিন্ন ব্লক জলমগ্ন হয়ে পড়ে। ভুটান সীমান্ত এই এলাকাগুলির সামনে হওয়ার কারণে জলযন্ত্রণার ছবি আরও প্রবল হয়ে ওঠে।

+
হাসিমারায়

হাসিমারায় জল

অনন্যা দে, আলিপুরদুয়ার: বর্ষার দিন শুরু হলেই জলযন্ত্রণার চিত্র উঠে আসে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষ করে মাদারিহাট ও কালচিনির এলাকার বিভিন্ন ব্লক জলমগ্ন হয়ে পড়ে। ভুটান সীমান্ত এই এলাকাগুলির সামনে হওয়ার কারণে জলযন্ত্রণার ছবি আরও প্রবল হয়ে ওঠে।
প্রতি বছর লক্ষ্য করা যায় বর্ষার সময় জলযন্ত্রণার চিত্র উঠে আসে ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি, মাদারিহাট ব্লক সহ বিভিন্ন এলাকা থেকে। এ বছর এখনও অবধি তেমন বৃষ্টি না হলেও গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলযন্ত্রণায় ভুগতে হয়েছে এলাকার বাসিন্দাদের।যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মাদারিহাট ও টোটোপাড়ার মাঝে।আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় সড়কে জল প্রায় এক হাঁটু জল দাড়িয়েছে হাসিমারা চৌপথি সড়কে। অভিযোগ বেহাল নিকাশি ব্যবস্থার কারণে হাসিমারা এলাকায় অল্প বৃষ্টি হলেই সড়কে এক হাঁটু সমান জল দাড়িয়ে পড়ে। অনেক বাসিন্দার ঘরে জল প্রবেশ করে।  হাসিমারা চৌপথি থেকে সাঁতালি চা বাগান অবদি সড়ক বন্ধ হয়ে যায়। ভোলা নালার জল কালভার্টের উপর দিয়ে বইতে শুরু করে।
advertisement
advertisement
অপরদিকে মাদারিহাটে প্রতিবছর বর্ষায় জলযন্ত্রণা সমস্যা উঠে আসে। বিশেষ করে মাদারিহাট থেকে টোটোপাড়া গামী সড়ক  যোগাযোগ বন্ধ হয়ে যায়। কারণ, মাদারিহাট থেকে টোটোপাড়া যেতে হলে তিনটি খরস্রোতা নদী পেরিয়ে যেতে হয়। আর এই এলাকায় একটু বৃষ্টি হলে এবং বিশেষ করে ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই এই নদী গুলিতে হড়পা বান হয়ে থাকে।  তখন পুরোপুরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়কের দু’ধারে আটকে থাকেন বহু মানুষ। দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাদের, কখন জল কমবে, কখন যোগাযোগ স্বাভাবিক হবে এই ভেবে।
advertisement
ভুটান পাহাড় থেকে প্রচুর নদী নেমে এসেছে আর এই নদীগুলি ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলা হয়ে প্রবাহিত হয়েছে। তবে মাদারিহাট টোটোপাড়ার যোগাযোগ ব্যবস্থা বরাবরের মতই বেহাল। এই বিষয়ে সাংসদ মনোজ টিগ্গা জানিয়েছেন, “আমি বিধায়ক থাকাকালীন বিধানসভায় এই বিষয় নিয়ে কথা বলেছিলাম। কেন্দ্রে বিষয়টি তুলে ধরব। বাঙড়ি নদীর উপর ব্রিজ হলে সমস্যা সমাধান হবে।”
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: বৃষ্টি শুরু হতে জলযন্ত্রণার ছবি দেখা গেল আলিপুরদুয়ারে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement