Malda News: নাম লিখলেই দেখা যাবে ডগডগে গ্রহ, উপগ্রহ! এবার হাতের মুঠোয় সব মহাজাগতিক দৃশ্য

Last Updated:

মহাকাশের গ্রহ, উপগ্রহ পরিষ্কার দেখা যাচ্ছে

+
মহাকাশ

মহাকাশ

মালদহ: বিরাট আকারের চাঁদ, সঙ্গে অনান্য গ্রহ, উপগ্রহকেও পরিষ্কার দেখা যাচ্ছে পৃথিবী থেকেই। রাতের আকাশে এমন দৃশ্য দেখার সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। লেন্সে চোখ রাখলেই ঝকঝকে চাঁদ দেখা যাচ্ছে, এমন চাঁদে গায়ে কলঙ্কগুলিও পরিষ্কার বোঝা যাচ্ছে। সাধারণ টেলিস্কোপ এমন দৃশ্য দেখা যায়না। কিন্তু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ শাখার উদ্যোগে এক অত্যাধুনিক টেলিস্কোপ নিয়ে আসা হয়েছে। অত্যাধুনিক এই টেলিস্কোপ রাজ্যে হাতেগোনা কয়েকটি রয়েছে এমনটাই দাবি বিজ্ঞান মঞ্চের কর্তাদের।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ শাখার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সুযোগ করে দেওয়ার জন্য এই অত্যাধুনিক টেলিস্কোপ নিয়ে আসা হয়েছে। এই টেলিস্কোপ সম্পূর্ণ আধুনিক। এখানে কোন গ্রহ বা উপগ্রহের নাম লিখলেই নিজে থেকেই সেটিকে নির্ণয় করে লেন্সে ধরে নিচ্ছে। কোনরকম কোন অসুবিধা হচ্ছে না। এমন আধুনিক টেলিস্কোপ এটি। এমনকি সাধারণ টেলিস্কোপের থেকে এই টেলিস্কোপে গ্রহ, উপগ্রহগুলিকে অনেক বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। আকারে অনেকটা বড় দেখা যাচ্ছে। বিজ্ঞান মঞ্চের মালদহ শাখার অফিসের ছাদে বসানো রয়েছে এই আধুনিক টেলিস্কোপ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অ্যাডভাইজার কে পি সিং বলেন, “এটি অত্যাধুনিক টেলিস্কোপ। নতুন নিয়ে আসা হয়েছে মালদহে। ছাত্র-ছাত্রীদের অনেকটাই সুবিধা হবে। টেলিস্কোপের সাহায্যে গ্রহ, উপগ্রহ নক্ষত্রদের পরিষ্কার দেখা যাচ্ছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে টেলিস্কোপ দুটির উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী এখানে জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীদের নিয়ে এসে আধুনিকে টেলিস্কোপের মাধ্যমে গ্রহ, উপগ্রহ দেখানোর সুযোগ দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদেরও অনেকটাই সুবিধা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদহ শাখার সম্পাদক মনোরঞ্জন সাহা বলেন, “ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ। সপ্তাহ ব্যাপী আমরা এই টেলিস্কোপের সাহায্যে জেলার বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীদের মহাকাশ দেখাব।”
advertisement
এতদিন তারা বইয়ের পাতায় গ্রহ, উপগ্রহের ছবি দেখে এসেছে। অত্যাধুনিক এই টেলিস্কোপের মাধ্যমে নিজেদের চোখে সরাসরি গ্রহ, উপগ্রহগুলি দেখার সুযোগ মিলছে এখানে। জেলার বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা এখানে ভিড় করছে এই টেলিস্কোপের মাধ্যমে মহাকাশের গ্রহ উপগ্রহ নক্ষত্রদের দেখার জন্য।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: নাম লিখলেই দেখা যাবে ডগডগে গ্রহ, উপগ্রহ! এবার হাতের মুঠোয় সব মহাজাগতিক দৃশ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement