Palm Leaf Fan: ৯৫ বছর বয়সে বিলুপ্তপ্রায় শিল্পকে টিকিয়ে রাখার একক লড়াইয়ে প্রভাসবাবু

Last Updated:

Palm Leaf Fan: আধুনিকতার ছোঁয়ায় তালপাতার পাখার ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে নেই বললেই চলে। বর্তমানে হাতে তৈরি এই পাখার প্রচলন তেমন না থাকার ফলে নেই এই হাতপাখা তৈরির কারিগরেরাও। যদিও একসময় রাজ আনুকূল্যে এই পেশার ব্যাপক প্রসার ঘটেছিল

+
তালপাতার

তালপাতার হাত পাখা 

দক্ষিণ দিনাজপুর: ছোটবেলার পাঠ্য পুস্তকে কবির লেখার মধ্যে উঠে এসেছিল দামোদর শেঠের খাওয়ার বর্ণনা। সেখানেই উল্লেখ ছিল তালপাতার পাখার ব্যবহারের। কালের আবর্তে প্রাচীন ঐতিহ্যবাহী তালপাতার হাতপাখা আজ বিলুপ্তির পথে। প্লাষ্টিকের হাত পাখার দাপটে হারিয়ে যাওয়ার মুখে বাংলার এই প্রাচীন এই শিল্প। তালপাতার হাতপাখার সঙ্গে গ্রাম বাংলার ঐতিহ্য নিবিড়ভাবে জড়িয়ে ছিল একটা সময়।
কিন্তু যুগ বদলের সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক পাখা কিংবা এসি থেকে শুরু করে প্লাস্টিকের হাত পাখার দাপটে হারিয়ে যেতে বসেছে তালপাতার পাখা। তবুও এই পরিস্থিতিতে স্রোতের প্রতিকূলে হেঁটে অদম্য লড়াই লড়ছেন ৯৫ বছরের বৃদ্ধ প্রভাস মহন্ত। আজকের প্রজন্মে আর কেউ হাতপাখা তৈরির কারিগর হতে চায় না। কিন্তু প্রবাসবাবু আজও একান্তে তৈরি করে চলছেন একের পর এক তালপাতার হাতপাখা। একটা সময়ে এই এলাকা বহু মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে সেই সংখ্যা হাতে গোনা।
advertisement
advertisement
বিভিন্ন মেলায় এই হাতপাখার পসরা সাজিয়ে বসে থাকেন গুটিকয়েক মানুষ। তাঁদের‌ই একজন হলেন বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রামপঞ্চায়েতের প্রবীণ প্রভাস মহন্ত। তিনি নিজেই জানান, তালগাছে উঠে তালপাতা, বাঁশের কি, গাছের পাতলা বাকল সহ বিভিন্নরকম সরঞ্জাম সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত বিপদের মুখে পড়তে হয় প্রবীণ কারিগরকে। এমনকি বাজার দরের সঙ্গে পাল্লা দিয়ে হাত পাখার সরঞ্জামের দামও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে ১০০ টা হাত পাখা তৈরি করেন। গ্রামের কিছু মানুষ এখনও তা কেনেন। কিন্তু সেই চাহিদাও ক্রমশ কমে আসছে। এই বৃদ্ধ কারিগরের মতে, একমাত্র সরকারের থেকে সাহায্য পেলে তবেই এই প্রাচীন শিল্প বেঁচে থাকতে পারবে।
advertisement
আধুনিকতার ছোঁয়ায় তালপাতার পাখার ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে নেই বললেই চলে। বর্তমানে হাতে তৈরি এই পাখার প্রচলন তেমন না থাকার ফলে নেই এই হাতপাখা তৈরির কারিগরেরাও। যদিও একসময় রাজ আনুকূল্যে এই পেশার ব্যাপক প্রসার ঘটেছিল। তারপরে ব্রিটিশ রাজ থেকে শুরু করে জমিদারি ব্যবস্থাতে বড় বড় তালপাতার পাখার ব্যবহার প্রচুর পরিমাণে ছিল। কালের আবর্তে এই প্রাচীন ঐতিহ্যবাহী হাতপাখা আজ প্রায় বিলুপ্তির পথে। তবে হাল ছাড়তে রাজি নন প্রভাস মহন্ত। গত ৪০ বছর ধরে তিনি এই শিল্পের সঙ্গে জড়িত। কয়েক দশক আগের মত এখনও তাঁকে হাতপাখা তৈরির কাজে সাহায্য করে চলেন তাঁর স্ত্রী। তবে আর কতদিন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Palm Leaf Fan: ৯৫ বছর বয়সে বিলুপ্তপ্রায় শিল্পকে টিকিয়ে রাখার একক লড়াইয়ে প্রভাসবাবু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement