Padmasree Awards: রাজবংশীতে রামায়ণ লিখে পদ্মশ্রীর জন্য মনোনীত নগেন্দ্রনাথ, চিনুন তাঁকে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করেছেন তিনি। রাজবংশী ভাষায় চণ্ডী, গীতা, চণ্ডালিকার লেখক বহু কাঙ্ক্ষিত সেই স্বীকৃতি পেলেন।
শিলিগুড়ি: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন পাথরঘাটা ভুবনজোত প্রাথমিক স্কুলের প্রাক্তন শিক্ষক। শিলিগুড়ি শিবমন্দিরের চৈতন্যপুর এলাকার বাসিন্দা নগেন্দ্রনাথ রায় । রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদ করার জন্যই এই সন্মান বলে সূত্রে জানা যায়। তবে সাত খণ্ডের বইটি এখনও পাঠকের হাতেই পৌঁছয়নি। আগামী ১লা বৈশাখ রাজবংশী ভাষার রামায়ণটি প্রকাশ করার পরিকল্পনা রেখেছিলেন তিনি। তবে তার আগেই রাজবংশী ভাষায় চণ্ডী, গীতা, চণ্ডালিকার লেখক বহু কাঙ্ক্ষিত সেই স্বীকৃতি পেলেন। এছাড়াও ২০১১ সালে শিক্ষারত্ন পুরস্কার পান নগেন্দ্রনাথ রায়।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নগেন্দ্রনাথ বাবুর কাছে, মাটিগাড়া নকশালবাড়ি বিধায়কের ফোন আসে এরপর বিধায়ক জানান, ‘আপনি পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন’ এ শুনে হতবাক হয়ে পড়েন নগেন্দ্রনাথ বাবু। এরপর সব বিষয়ে খুলে বলার পর উনার বাড়িতে গিয়ে দেখা করে সংবর্ধনা জানিয়েছেন বিধায়ক। এরপর কিছু সময় যেতে না যেতে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে ফোন করে সংবর্ধনা জানানো হয় । এদিন তাঁর পদ্মশ্রী সম্মান পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই নগেন্দ্রনাথবাবুর বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান বিভিন্ন মহলের মানুষেরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় জানান, ‘আমি এই সম্মান পেয়ে সত্যিই ভীষণ আপ্লুত। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি এই পুরস্কার পাবো। এই জয় শুধু আমার জয় না গোটা উত্তরবঙ্গবাসীর জয়।’ তিনি আরোও জানান, ‘রাজবংশী ভাষা নিয়ে আমার চর্চা বহু কালের। কাজেই এই ভাষা যেন সবার মধ্যে থেকে যায় সেই উদ্দেশ্য নিয়েই আমি লেখালেখি শুরু করেছিলাম। গীতা রবীন্দ্রনাথের চণ্ডালিকা থেকে শুরু করে অনেক বইয়েরই আমি রাজবংশী ভাষায় অনুবাদ করেছি। রামায়ণ লিখে ফেলেছি।’
advertisement
তার এই প্রাপ্তি তাকে যেন আরো চাঙ্গা করে তুলেছে। তিনি বলেন, ‘একটা সময় সাধ হলেও ভীতির কারণে মহাভারত লেখার কাজ শুরু করতে পারিনি। কিন্তু এখন মনে হয় সেটা লিখতে পারব।’
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2025 2:33 PM IST
