হোম /খবর /উত্তরবঙ্গ /
একাই থাকতেন বৃদ্ধা, শেষকৃত্যে যা হল ভাবতে পারবেন না...

একাই থাকতেন বৃদ্ধা, শেষকৃত্যে যা হল ভাবতে পারবেন না...

বৃদ্ধার মৃত্যুর পরেই তাঁর শেষকৃত্যে এগিয়ে এলেন তার মানুষজন। নিজেরাই অর্থ সংগ্রহ করে শেষকৃত্যের কাজে হাত লাগান এলাকাবাসীরা।

  • Share this:

#দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধর: গঙ্গারামপুর শহরের বিডিও অফিস মোড়ে দীর্ঘদিন ধরে একাই থাকতেন সহায় সম্বলহীন এক বৃদ্ধা৷ কোনও ক্রমে দিন গুজরান করতেন৷ আত্মীয় স্বজন না থাকার কারণে মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হত  সম্বলহীন বৃদ্ধাকে। শুক্রবার বছর ৬৫-র ছায়াদেবী গুরুতর অসুস্থ বৃদ্ধার মৃত্যু হয়। তারপরের ছবিটা কিন্তু আলাদা৷

আরও পড়ুন- ২১ ডিসেম্বর গঙ্গাসাগর মেলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, দিতে পারেন একাধিক নির্দেশ বলেই জল্পনা

বৃদ্ধার মৃত্যুর পরেই তাঁর শেষকৃত্যে এগিয়ে এলেন তার মানুষজন। নিজেরাই অর্থ সংগ্রহ করে শেষকৃত্যের কাজে হাত লাগান এলাকাবাসীরা। বর্তমান স্বার্থের এই দুনিয়ায় দাঁড়িয়ে, মানুষের জন্য মানুষের এই যে উদ্যোগ তাকে সাধুবাদ জানিয়েছেন সব স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। জানা গিয়েছে, বৃদ্ধার শেষকৃত্যে মুখাগ্নি থেকে শুরু করে তার শ্রাদ্ধের ব্যবস্থা এলাকার মানুষেরাই করবেন।

Published by:Rachana Majumder
First published:

Tags: Gangarampur