Ayodhya Ram Mandir: আসাম থেকে পায়ে হেঁটে রাম মন্দির উদ্বোধনে হাজির থাকবেন বৃদ্ধ ভবানীপ্রসাদ

Last Updated:

কেউ বা গাড়ি নিয়ে অযোধ্যায় পৌঁছানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। সত্তরোর্ধ্ব ভবানী প্রসাদ রিমাল তেমনই একজন। তিনি ডিব্রুগর থেকে পায়ে হেঁটে উত্তরপ্রদেশের অযোধ্যা যাচ্ছেন

রাম মন্দির যাত্রা
রাম মন্দির যাত্রা
জলপাইগুড়ি: রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উন্মাদনার ঢেউ উঠেছে দেশজুড়ে। যে যেভাবে পারছেন ২২ জানুয়ারি অযোধ্যায় উপস্থিত থাকার চেষ্টা করছেন। অসমের বৃদ্ধ ভবানীপ্রসাদ রিমাল তেমনই একজন। পায়ে হেঁটেই তিনি অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, লক্ষ্য একটাই রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকা।
advertisement
ইতিমধ্যেই আমরা আপনাদের জানিয়েছি কেউ সাইকেল চালিয়ে, কেউ বা গাড়ি নিয়ে অযোধ্যায় পৌঁছানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। সত্তরোর্ধ্ব ভবানী প্রসাদ রিমাল তেমনই একজন। তিনি ডিব্রুগর থেকে পায়ে হেঁটে উত্তরপ্রদেশের অযোধ্যা যাচ্ছেন। এই বাংলার উপর দিয়েই গিয়েছেন এই বৃদ্ধ। পায়ে হেঁটে সেই সুদূর অযোধ্যা যাত্রা প্রসঙ্গে বৃদ্ধ ভবানীপ্রসাদ জানান, রামলালার মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি। ঐতিহাসিক মুহূর্ত নিজের চোখে দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সোমবার জলপাইগুড়ির পাহাড়পুর ছেড়ে উত্তরপ্রদেশের পথে এগিয়ে যান অসমের এই বৃদ্ধ। তিনি জানান, আশা করছেন ২১ জানুয়ারি রাতেই রাম জন্মভূমি পৌঁছে যাবেন। গত ১০ দিন ধরে সারাদিন এবং সন্ধের কিছুসময় হেঁটে চলেছেন জাতীয় সড়ক ধরে। আর রাত কাটাতে ভরসা পথের ধারের কোনও মন্দির বা পেট্রল পাম্প। আবার ভোরের আলো ফুটতেই যাত্রা শুরু। দীর্ঘ প্রায় ১,২০০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পৌঁছবেন অযোধ্যা। রাস্তায় বহু মানুষ তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও কিছুই নেননি এই বৃদ্ধ। তাঁর কথায়, আমার যাত্রার গল্প শুনে অনেকেই গাড়িতে লিফট দেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু আমি নিইনি। অনেকে জল বা খাবার দিয়েছেন। আশ্রয়ের জন্য বাড়িতে থাকতে বললেও আমি থাকিনি। কারণ কষ্ট করলে তবেই রামকে পাওয়া যায়। পেশায় গো-পালক ভবানীপ্রসাদ জলপাইগুড়ির বুকে দাঁড়িয়ে জানান, ২২ জানুয়ারি সারা দেশে অকাল দেওয়ালিতে মেতে উঠবে। আমাদের রাম পৃথিবীর বুকে আবার নেমে আসবেন।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ayodhya Ram Mandir: আসাম থেকে পায়ে হেঁটে রাম মন্দির উদ্বোধনে হাজির থাকবেন বৃদ্ধ ভবানীপ্রসাদ
Next Article
advertisement
Haryana Serial Killer Arrested: নিজের থেকে দেখতে সুন্দর লাগলেই জলে ডুবিয়ে খুন, হরিয়ানার পুনমের শিকার তিন বালিকা! ছাড়েনি নিজের ছেলেকেও
নিজের ছেলে সহ ৪ শিশুকে জলে ডুবিয়ে খুন,ছ বছরের ভাইঝিকে হত্যার পর জালে সিরিয়াল কিলার পুনম!
  • নিজের ছেলে সহ চারটি শিশুকে জলে ডুবিয়ে খুন৷

  • হরিয়ানায় পুলিশের জালে সিরিয়াল কিলার পুনম৷

  • ভাইঝিকে খুনের পরই গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement