Odisha Train Accident: জামাইবাবুর সঙ্গে বেরিয়ে আর ফিরল না তরুণ! অভিশপ্ত ট্রেনেই সব শেষ, কাঁদছে জলপাইগুড়ি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Odisha Train Accident: বাড়ি ফিরলেন বাঁকুড়ার আরও পাঁচজন দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী। জেলায় খোলা হল ২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম।
শান্তনু কর, জলপাইগুড়ি: বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জলপাইগুড়িতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। মৃতদের মধ্যে একজন নাগরাকাটা ও দ্বিতীয় জন ময়নাগুড়ির বাসিন্দা। করমণ্ডল এক্সপ্রেসে করে জামাইবাবু শৈলেন রায়ের সঙ্গে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ময়নাগুড়ির মাধবডাঙ্গার বাসিন্দা তরুণ রায় (৩২)। শৈলেন রায় দুর্ঘটনায় আহত হলেও দুপুর পর্যন্ত তরুণের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। বিকেলে জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু জানান, বালাসোরে ট্রেন দুর্ঘটনায় তরুণ রায়ের মৃত্যু হয়েছে। খবরে শোকের ছায়া নেমে এসেছে ময়নাগুড়ির মাধবডাঙ্গা এলাকায়।
এদিকে, বাড়ি ফিরলেন বাঁকুড়ার আরও পাঁচজন দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী। জেলায় খোলা হল ২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম। শুক্রবার সন্ধ্যা নাগাদ ওড়িশার বালাসোরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যু হয়, আহতও হয়েছেন বহু যাত্রী। বাঁকুড়ার বহু যাত্রী ছিলেন ওই ট্রেনে। বাঁকুড়ার সারেঙ্গার পাঁচজন শ্রমিক কাজের উদ্দেশ্যে চেন্নাই যাচ্ছিলেন।
advertisement
advertisement
তাঁরা সকালে বাড়ি থেকে বের হয়ে খড়গপুর থেকে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন ধরেন, চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে। ট্রেন দুর্ঘটনায় অভিশপ্ত কামরায় থেকেও বেঁচে যান বলে দাবি ওই যাত্রীদের। ঘটনায় অল্পবিস্তর চোট পান তাঁরা। স্থানীয়দের সহযোগিতায় বালাসোরে এসে বাস ধরে কোনও রকমে শনিবার দুপুরে বাড়ি ফেরেন তারা। শনিবার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদের চিকিৎসার জন্য প্রথমে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের মধ্যে তিনজনকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement
খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আহতদের সঙ্গে মহকুমা হাসপাতালে দেখা করতে যান খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়। আহতদের সঙ্গে কথা বলেন তিনি। মহকুমা প্রশাসনের তরফে সব রকম সহযোগিতা করা হবে বলে তিনি জানান। রেল দুর্ঘটনায় আহত যাত্রী, নিখোঁজ থাকা পরিবারের লোকজনদের যোগাযোগের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে খোলা হয়েছে কন্ট্রোল রুম। দেওয়া হয়েছে ২৪ ঘন্টার জন্য দুটি বিশেষ ফোন নম্বর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2023 10:38 AM IST