#কোচবিহার: ব্যাঙ্কে ঢুকে শাসকদলের মন্ত্রীর হম্বিতম্বি ৷ হয়রানির অভিযোগ শুনে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঢুকে কর্মীদের ধমক দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের ঘুঘুমারিতে ।
শুক্রবার দুপুরে কোচবিহার থেকে দিনহাটা যাচ্ছিলেন উত্তররবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ইউনাইটেড ব্যাঙ্কের ঘুঘুমারি শাখার সামনে গ্রাহকদের লম্বা লাইন দেখে গাড়ি দাঁড় করান মন্ত্রী। রবীন্দ্রনাথ ঘোষের কাছে হয়রানির অভিযোগ করেন গ্রাহকরা। এরপরই ব্যাঙ্কে ঢুকে কর্মীদের ওপর হম্বিতম্বি শুরু করেন মন্ত্রী। দ্রুত কাজ শেষ করার হুঁশিয়ারিও দেন বলে অভিযোগ।