North Dinajpur News: চোলাই মদ খেয়ে বাড়ছে মৃত্যু! সচেতনতা মূলক শিবির আবগারি দফতরের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রি বন্ধ করতে অভিযান চালিয়েছিল পুলিশ ও আবগারি দফতর। এর পর ওই এলাকায় চোলাই মদের কারবার কিছুটা কমলেও সম্প্রতি ফের তা শুরু হয়েছে৷
রায়গঞ্জ: চোলাই মদ খেয়ে বাড়ছে বিভিন্ন রোগ, মৃত্যুর কোলে ঢোলে পড়ছে এলাকার বাসিন্দারা। তাই চোলাই মদ তৈরি বন্ধ করতে উদ্যোগী হওয়ার পাশাপাশি চোলাই মদ খেলে কী কী ক্ষতি হতেপারে তা জানাতে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হল রায়গঞ্জের বীরঘয় গ্রাম পঞ্চায়েতের বুধোর এলাকায়৷ যেখানে পুলিশ এর পাশাপাশি আবগারি দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এর আগেও ওই এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রি বন্ধ করতে অভিযান চালিয়েছিল পুলিশ ও আবগারি দফতর। এর পর ওই এলাকায় চোলাই মদের কারবার কিছুটা কমলেও সম্প্রতি ফের তা শুরু হয়েছে৷ তাই পুনরায় এলাকায় সম্পূর্ণ ভাবে চোলাই মদের কারবার বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছে আবগারি দফতর।
advertisement
advertisement
এই প্রসঙ্গে আবগারি দফতরের আধিকারিক শৌভিক বসাক বলেন, যে সব এলাকায় চোলাই মদ তৈরি এবং বিক্রি হয় সেই এলাকা গুলিতে আমাদের নিয়মিত হানা চলে৷ পাশাপাশি এলাকার বাসিন্দাদের সচেতন করতে আমরা উদ্যোগ নিয়েছি। চোলাই খেলে কি কি শারীরিক সমস্যা হবে সেই বিষয় নিয়ে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে সচেতন মূলক শিবির করছি।
advertisement
মৃন্ময় বসাক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 1:25 PM IST