এ যেন মিরাকেল! ৭০০ গ্রামের প্রিম্যাচিওর শিশুর বাঁচার আশা ছিল শূন্য, প্রাণ ফেরালেন সাক্ষাৎ 'ধন্বন্তরি'
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
জন্মের সময় ওজন ছিল মাত্র ৬৯০ গ্রাম। এমন অবস্থায় বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্য।
ইসলামপুর, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদকঃ মাত্র সাত মাসেই জন্ম নিল এক কন্যাশিশু। জন্মের সময় ওজন ছিল মাত্র ৬৯০ গ্রাম। এমন অবস্থায় বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্য। তবুও চিকিৎসক ও নার্সিং স্টাফদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরল সেই নবজাতক।
জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের মোলানী এলাকার বাসিন্দা মজিরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না বেগম গত ২৯ মে বাড়িতেই এক কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটিকে জন্মের পরই সঙ্কটজনক অবস্থায় ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের SNCU-তে ইউনিটে ভর্তি করা হয়। দায়িত্ব নেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পার্থপ্রতিম ভদ্র। অত্যন্ত কম ওজনের এই শিশুটিকে সুস্থ করে তোলাই ছিল চিকিৎসকদের কাছে এক বড় চ্যালেঞ্জ। প্রায় তিন মাস ধরে চিকিৎসক ও নার্সদের যত্নে ধীরে ধীরে শক্তি ফিরে পায় নবজাতক। বুধবার মায়ের হাতে তুলে দেওয়ার সময় শিশুটির ওজন দাঁড়ায় ১ কেজি ৫০ গ্রাম।
advertisement
আরও পড়ুনঃ সাদা পাউডারের মতো দেখতে ওটা কী? ভিড় বাসে বিস্ফোরক… ঘাড় ধরে নামানো হল ৪ জনকে
চিকিৎসক মহলের দাবি, এত কম ওজনের প্রিম্যাচিওর শিশুকে সুস্থ করে তোলা নিঃসন্দেহে বিরল সাফল্য। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা যেমন খুশি, তেমনি নবজাতককে বুকে জড়িয়ে আনন্দিত বাবা-মা ও পরিবার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 3:02 PM IST