ঐতিহ্যের নাম দুর্গাপুর রাজবাড়ি, পুজো শুরু করেন ভূপালচন্দ্র
Last Updated:
মুকুট নেই। রাজাও নেই। তবুও এখনও উত্তর দিনাজপুরে ঐতিহ্যের নাম দুর্গাপুর রাজবাড়ির পুজো।
#উত্তর দিনাজপুর: মুকুট নেই। রাজাও নেই। তবুও এখনও উত্তর দিনাজপুরে ঐতিহ্যের নাম দুর্গাপুর রাজবাড়ির পুজো। পুজো শুরু করেছিলেন ভূপালচন্দ্র রায়চৌধুরী। পলেস্তরা খসেছে। কিন্তু ধারা এখনও বজায় আছে রায়চৌধুরীদের বাড়িতে।
ইটাহারের চূড়ামন। ধার ঘেঁষে বয়ে গিয়েছে মহানন্দা। এই গ্রামেরই ছেলে ভূপালচন্দ্র রায়চৌধুরী। বাংলার নবাব তখন আলিবর্দি খান। এই বাড়িতেই প্রথম পুজো শুরু করেছিলেন রায়চৌধুরীরা। কিন্তু বন্যায় ভেসে যায় চূড়ামন।z
এই বাড়িটা ভূপালচন্দ্রের দুর্গাপুরের রাজবাড়ি। আর কয়েকদিন পর এই বাড়িতেই শাঁখের ফু পড়বে। সেজে উঠবে এই রাজবাড়ি।
advertisement
ভূপালচন্দ্রের মৃত্যুর পর এই বাড়িতেই পুজো চালিয়ে যান তাঁর দুই ছেলে শিবপ্রসাদ ও সতীপ্রসাদ। পরবর্তী সময় ভাগ হয় সংসার। তবে পুজো ভাগ হয়নি। সময় বদলেছে। সম্পর্কও বদলে গিয়েছে। তাই রায়চৌধুরী বাড়ির আশঙ্কা এই পুজো আর ক’দিন হবে ?
advertisement
যাইহোক, পুজোর চারটে দিন রাজবাড়ির আলো আবার জ্বলবে। দুর্গাপুর মেতে থাকবে ভূপালচন্দ্রের পুজো নিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2019 8:10 PM IST