'কাউকে আঘাত নয়, ভুলে যান কে কোন রাজনীতি করে', বিধ্বস্ত উত্তরবঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্যের ডাক মুখ্যমন্ত্রীর

Last Updated:

উত্তরবঙ্গ পৌঁছালেন মমতা। ঘুরে দেখলেন একের পর এক প্লাবিত, বিধ্বস্ত স্থান। এলাকা পরিদর্শনের সময়েই তিনি নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ড চাকরি দেওয়া হবে বলে জানান। এর মাঝেই কেন্দ্র সরকারকে নিশানা করে তিনি বলেন, "আমাদের এখানে কেন্দ্রীয় সরকার বন্যায় টাকা দেয় না।"

রাজনীতির ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজের বার্তা মুখ্যমন্ত্রীর
রাজনীতির ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজের বার্তা মুখ্যমন্ত্রীর
শিলিগুড়ি: টানা বর্ষণে কার্যত তছনছ হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। কোথাও সেতু ভেঙেছে আবার কোথাও ফুঁসে ওঠা নদী ভাসিয়ে নিয়ে গিয়েছে একের পর এক গ্রাম। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি সোমবার উত্তরবঙ্গ আসছেন। ঠিক সেই মতই আজ, উত্তরবঙ্গ পৌঁছালেন মমতা। ঘুরে দেখলেন একের পর এক প্লাবিত, বিধ্বস্ত স্থান। এলাকা পরিদর্শনের সময়েই তিনি নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ড চাকরি দেওয়া হবে বলে জানান। এর মাঝেই কেন্দ্র সরকারকে নিশানা করে তিনি বলেন, “আমাদের এখানে কেন্দ্রীয় সরকার বন্যায় টাকা দেয় না।”
বিধ্বস্ত এলাকা গুলিতে অনেকেই ঘরবাড়ি হারিয়েছেন। যাদের ঘর বাড়ি নেই, তাদের জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, “বাড়ি যাদের ভেঙেছে ন্যায্য তালিকা করে মুখ্য সচিবকে পাঠাবেন আমরা করে দেব।”
advertisement
এরপরেই তিনি জানান, মূলত বাইরের রাজ্য এবং ভূটান থেকে জলের ছাড়ার ফলেই এই বিপর্যয়। এই প্রসঙ্গে তিনি বলেন, “কেউ কেউ টুইট করেছেন, দোষ দিচ্ছি না তিনি না জেনে হয়ত করেছেন তাঁরা লিখেছেন, সেতু ভেঙে গেছে তাই মারা গেছে। এমনটা নয়। বিপুল জল ছেড়েছে। ভুটান থেকেও দেহ ভেসে আসছে। আমরা ওদের দেহ ফেরত দিয়ে দেব। ওরা আমাদের ওয়েদার রিপোর্ট দিয়েছে গত ৫ তারিখ। যদিও ৪ তারিখ থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে।”
advertisement
আরও পড়ুন: দুর্যোগের জেরে বিপর্যস্ত আলিপুরদুয়ার! খোলা হল জেলার প্রথম ফ্লাড সেন্টার, কোথায় জানুন
এরপরেই তিনি বলেন, “এখন রাজনীতি ভুলে যান। যারা নিচু এলাকায় আছেন তাদের নিরাপদ জায়গায় আনুন। বাড়ি ঘর আমরা করব। মিরিকে আমরা বেইলি ব্রিজ করব। সব এক সঙ্গে হয় না।”
এরপরেই তিনি একসঙ্গে কাজ করার কথা বলেন। তিনি বলেন, “মানুষ বিপদে পড়লে কৃতিত্ব নেওয়ার কিছু নেই। ভুলে যান কে কোন রাজনীতি করে। কারও প্ররোচনায় উত্তেজনায় পা দেবেন না। যে ঘটনা কাম্য নয় এমন করবেন না। যে যার মতো আসবে কাজ করবে, চলে যাবে। কাউকে আঘাত নয়। এটা নিয়ে রাজনীতি নয়।
advertisement
প্রসঙ্গত, জলপাইগুড়ির নাগরাকাটা বামনডাঙ্গায় বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন শঙ্কর ঘোষ-সহ বিজেপি বিধায়করা। স্থানীয়দের আক্রমণের জেরে মাথা ফাটে বিজেপি বিধায়ক খগেন মুর্মুর। শংকর ঘোষের গাড়িও ভাংচুর করা হয়। এই ঘটনায় আক্রান্ত হন সাংবাদিকরাও। মাথা ফেটে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। এছাড়াও জুতো দেখানো হয় বিজেপি নেতাদের ঘিরে। শুধু তাই নয়, শঙ্কর ঘোষের গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এর মাঝেই মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
'কাউকে আঘাত নয়, ভুলে যান কে কোন রাজনীতি করে', বিধ্বস্ত উত্তরবঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্যের ডাক মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement