#শিলিগুড়ি: চা বাগানের লাইন থেকে এক সদ্যোজাত শিশুকন্যা উদ্ধার! ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ির মুনি চা বাগানে। শ্রমিকেরা পাতা তুলতে এসে কান্নার শব্দ শুনে ছুটে যায়। খবর পেয়ে বাগডোগরার ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সদ্যোজাতকে উদ্ধারের পর প্রথমে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সুস্থ রয়েছে নবজাতিকা! কে বা কারা শিশুটিকে চা বাগানে ফেলে দিয়ে গিয়েছে, তা নিয়ে ধন্দে স্থানীয়রা। তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, কালনার কৈখালীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুন করার অভিযোগ। পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, এই সন্দেহের বশবর্তী হয়ে স্ত্রীকে দুরমুশ ও বটির বাট করে ব্যাপক মারধর স্বামীর। বর্ধমান মেডিক্যালে মৃত্যু মরিয়ম বিবি নামে ওই মহিলার। অভিযুক্ত স্বামী রাকিব শেখকে আটক করেছে কালনা থানার পুলিশ।
আরও পড়ুন: ৪ দিন আগে ঢুকেছিলেন বাথরুমে, যুবকের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ! হাড়হিম ঘটনা...
আক্রান্ত ওই মহিলার মা শাকিলা বিবি। মহিলার বাবার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী নানান ভাবে তাঁর মেয়েকে সন্দেহ করে মারধর করত। গত তিনদিন যাবৎ মারধরের মাত্রা বাড়িয়ে দেয় সে। মঙ্গলবার সকালে বটির বাট এবং মুখে দুরমুশ চেপে ধরে। এতেই গুরুতর জখম হয় মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কালনা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Bengal news