South Dinajpur News: বড় সাফল্য জেলায়! খেলো ইন্ডিয়া তাইকন্ডো প্রতিযোগিতায় তৃতীয় স্থানে বালুরঘাটের মিতালি
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
South Dinajpur News:জাতীয় স্তরে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে এ যেন এক অদম্য লড়াই। অরুণাচল প্রদেশের ইটানগরে খেলো ইন্ডিয়া তাইকন্ডো লীগে তৃতীয় বালুরঘাটের মিতালি।
দক্ষিণ দিনাজপুর: জাতীয় স্তরে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে এ যেন এক অদম্য লড়াই। অরুণাচল প্রদেশের ইটানগরে খেলো ইন্ডিয়া তাইকন্ডো লীগে তৃতীয় বালুরঘাটের মিতালি। মোট ৪১ জন প্রতিযোগিনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাঁর মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার কোচ শিপ্রা বর্মনের প্লেয়ার মিতালি মালি পশ্চিমবঙ্গের হয়ে অংশগ্রহণ করতে যায়। এবং সেখানে জুনিয়র গার্লস আন্ডার ৪৯ কেজি ওয়েট ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করে।
এর ফলে আগামী নভেম্বর মাসে খেলো ইন্ডিয়া ফাইনালে অংশগ্রহণ করার সুযোগ পেল মিতালি। দক্ষিণ দিনাজপুরকে গর্বিত করা মিতালি মালির বাড়ি শহরের বিপ্লবী সংঘ এলাকার। সে খাদিমপুর গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। দক্ষিণ দিনাজপুর তাইকন্ডো অ্যাসোসিয়েশনে তিনি প্রশিক্ষণ নেন। গত ১৫ ই সেপ্টেম্বর অরুনাচল প্রদেশে তাইকন্ডো খেলো ইন্ডিয়া প্রতিযোগিতাটি হয়, সেখানে দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ওই প্রতিযোগিতাতেই প্রথম হয় বালুরঘাটের মিতালি।
advertisement
advertisement
এরপর আসন্ন খেলো ইন্ডিয়া তাইকোন্ডো প্রতিযোগিতায় জাতীয় স্তরে সুযোগ পেয়ে জুনিয়র গার্লস আন্ডার ৪৯ কেজি ওয়েট ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরকে গর্বিত করল প্রতিভাবান প্রতিযোগী মিতালি মালি। জানা যায়, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে একাই স্থান পেয়েছে এই প্রতিযোগিতায়। বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে মিতালীর সাফল্য দক্ষিণ দিনাজপুর জেলাকে দেশের মানচিত্রে আর নতুনভাবে উজ্জ্বল করবে বলে আশাবাদী সকলে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2024 8:15 PM IST