Sikkim Cloudburst: ভয়ঙ্কর তিস্তা গিলে খাচ্ছে কালিম্পং! সিংতামে নিখোঁজ ২৩ সেনা জওয়ান, কোন বিপদের মুখে উত্তরবঙ্গ?

Last Updated:

Sikkim Cloudburst: তিস্তার জল বিপদসীমার কাছাকাছি বইছে। কালিম্পংয়ে ভেসে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।

বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা।
বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা।
শিলিগুড়িঃ পাহাড়ে তিস্তার ভয়ঙ্কর রূপ। সিকিমে ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে আশঙ্কা। ইতিমধ্যেই তিস্তার জল বিপদসীমার কাছাকাছি বইছে। কালিম্পংয়ে ভেসে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। নদীর পারের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানো হয়েছে। ধসে সম্পূর্ণ বন্ধ বাংলা-সিকিম লাইফলাইন, ১০ নম্বর জাতীয় সড়ক। এ দিকে চুংথামে ভেঙে গিয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম। তিস্তার জলে সিকিমে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে ক্রমেই।
সিকিম পাহাড়ে জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম ভেঙে যাওয়ায় জলপাইগুড়ি র তিস্তায় দু-কূল ছাপিয়ে বন্যার আশঙ্কা। নদী পড়ে সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। নদীর চর এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিস্তায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর। এখনও পর্যন্ত তিস্তা নদীর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পাহাড় থেকে নেমে আসা জল ব্যারেজ থেকে ধাপে ধাপে ছাড়ার পর পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা।
advertisement
advertisement
মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তর সিকিমের লোনক লেকে ফাটল। সেই লেকের বিপুল পরিমাণ জলে চুংথাম বাঁধ ভেঙে তা নামছে তিস্তা নদীতে। তাতেই তিস্তার জলস্তর প্রায় ১৫-২০ ফুট বেড়ে যায়।
আরও পড়ুনঃ গোটা দেশ দেখা যায় একদিনেই! এদের কথা জানতেন? তালিকাতেই লুকিয়ে চমক
জানা গিয়েছে, আজ বুধবার সকাল সাত’টা নাগাদ গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। যা এখনও পর্যন্ত এ বছরের পরিমানের অঙ্কে সর্বোচ্চ। পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
advertisement
এ দিকে, লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ সেনা ছাউনি। নর্থ সিকিমের সিংতামের কাছে তিস্তায় প্রবল জলোচ্ছ্বাস। তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ সেনা ছাউনি। সূত্রের খবর, সেনা ছাউনি থেকে নিখোঁজ ২৩ সেনা জওয়ান। সিকিমের চুংথামের বাঁধ উপচে জল ঢুকছে এলাকায়। সেনা ছাউনি থেকে তলিয়ে গিয়েছে একাধিক সেনার গাড়ি। এখনও পর্যন্ত নিখোঁজ ২৩ সেনা জওয়ান।
advertisement
তথ্য ও ছবিঃ পার্থপ্রতিম সরকার। 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim Cloudburst: ভয়ঙ্কর তিস্তা গিলে খাচ্ছে কালিম্পং! সিংতামে নিখোঁজ ২৩ সেনা জওয়ান, কোন বিপদের মুখে উত্তরবঙ্গ?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement