Dakshin Dinajpur News: শহর জুড়ে এক ভিন্ন দৃশ্য! শ্রাবণ মাস পড়তেই গেরুয়া রকমারি পোশাকের হিড়িক, কেন জানেন

Last Updated:

Dakshin Dinajpur News: গত বছরের তুলনায় চলতি বছরে গেরুয়া পোশাকের চাহিদা যেন বেড়েছে। সারা বছর অন্যান্য পোশাক বিক্রি হলেও এই মাসে ক্রেতাদের ভিড় যেন দ্বিগুন দেখা মিলছে।

+
গেরুয়া

গেরুয়া পোশাকের রমরমা বাজার 

দক্ষিণ দিনাজপুর: শ্রাবণ মাস পড়তেই চারদিক মুখরিত হয়ে উঠেছে শিব ধ্বনিতে। গেরুয়া রকমারি পোশাকে তরুণরা মাতলেন ভক্তির জোয়ারে। এই মাসকে দেবাদিদেব মহাদেবের মাস বলে মনে করা হয়। এই সময় সোমবার করে অনেকে শিবের মাথায় জল ঢালেন। তাই শিব ঠাকুরের ছবি আঁকা গেরুয়া টি-শার্ট ট্রেন্ডিং বাজারে। গেরুয়া রঙের রকমারি পোশাকে ভরে গিয়েছে দোকান। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাহিদা। জেলাজুড়ে বহু পুরুষ ভক্তের পাশাপাশি মহিলা ভক্তরাও গেরুয়া পোশাক পরেই এবার শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালবেন বলে ঠিক করেছেন। তাই চলতি বছরে শিবভক্তদের কাছে মহাদেবের ছবি আঁকা গেরুয়া পোশাকের চাহিদা তুঙ্গে উঠেছে। একদিকে ধর্মীয় আবেগ, অন্য দিকে ফ্যাশনের ছোঁয়া মিলেমিশে যেন একাকার।
পোশাক বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় চলতি বছরে গেরুয়া পোশাকের চাহিদা যেন বেড়েছে। সারা বছর অন্যান্য পোশাক বিক্রি হলেও এই মাসে ক্রেতাদের ভিড় যেন দ্বিগুন দেখা মিলছে। করে তরুণদের মধ্যে এই উন্মাদনা চোখে পড়ার মতো। দামও রয়েছে সাধ্যের মধ্যেই। ১০০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের রংবেরঙের গেঞ্জি নিয়ে আসা হয়েছে শিবভক্তদের জন্য। এমনকি গেঞ্জির সঙ্গে বিভিন্ন ধরনের গেরুয়া রঙের গামছা, ফতুয়া, প্যান্টও আছে। এমনকি মহিলাদের জন্যেও রয়েছে শাড়ি, কুর্তি।
advertisement
জানা গিয়েছে, উত্তরবঙ্গের জল্পেশ, এমনকি অমরনাথে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য অনেকেই এই বিশেষ টি-শার্ট কিনতে আসছেন দোকানে। তাই বলাই বাহুল্য শ্রাবণ পড়তেই শহর জুড়ে এ যেন এক ভিন্ন দৃশ্য।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: শহর জুড়ে এক ভিন্ন দৃশ্য! শ্রাবণ মাস পড়তেই গেরুয়া রকমারি পোশাকের হিড়িক, কেন জানেন
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement