১৫ বছরের দাম্পত্যের পর স্ত্রীর মুখে অ্যাসিড হামলা, বাপের বাড়ির সামনে ফেলে পালাল খোদ স্বামী

Last Updated:

হাসপাতালের বেডে শুয়ে জানালেন অ্যাসিড আক্রান্ত। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত স্বামী জ্যোতিষ মন্ডলের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Maldah News: Husband attacks wife with acid- Photo- Representative
Maldah News: Husband attacks wife with acid- Photo- Representative
#মালদহ:  স্ত্রীর ওপর অ্যাসিড হামলা স্বামীর। অ্যাসিড আক্রান্ত স্ত্রীকে শ্বশুর বাড়ির সামনে ফেলে চম্পট অভিযুক্ত স্বামী। অ্যাসিড আক্রান্ত গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। স্বামী সবসময় সন্দেহ করত। হাসপাতালের বেডে শুয়ে জানালেন অ্যাসিড আক্রান্ত। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত স্বামী জ্যোতিষ মন্ডলের খোঁজ চালাচ্ছে পুলিশ।
জানাগিয়েছে, মালদহের হবিবপুর থানার বুলবুলচন্ডীর কেন্দুয়ার বাসিন্দা ওই গৃহবধূ। নাবালিকা অবস্থাতেই প্রায় ১৫ বছর আগে সম্বন্ধ করে বিয়ে হয় মালদহের গাজলের ময়নার বাসিন্দা জ্যোতিষ মন্ডলের সঙ্গে। স্বামী পেশায় কাপড় ব্যবসায়ী। ওই দম্পতির ১৪ বছরের এক পুত্র সন্তানও রয়েছে। বেশ কিছুদিন ধরেই স্বামী ও স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। স্ত্রীর দাবি, তাঁকে দীর্ঘদিন ধরে নানাভাবে সন্দেহ করতেন স্বামী। এনিয়ে মাঝেমধ্যে দাম্পত্য কলহ হয়। "সন্দেহবাতিক" স্বামীকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু, তাতেও কোনো কাজ হয়নি। শেষে শশুর বাড়ির লোকজনকে স্বামীর চিকিৎসা করানোর জন্য অনুরোধ করেছিলেন তিনি।
advertisement
advertisement
এরইমধ্যে গতকাল রাতে ঝগড়া অশান্তির সময় আচমকা মুখে অ্যাসিড দিয়ে হামলা চালায় স্বামী।
অ্যাসিড আক্রান্ত হয়ে শেষপর্যন্ত বাপের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য স্বামীর কাছে অনুরোধ জানালে মঙ্গলবার সকালে হবিবপুরের কেন্দুয়ার বাড়ির সামনে তাঁকে ফেলে রেখে চলে যায় স্বামী। অ্যাসিড হামলাতে মুখ এবং জিভ ক্ষতিগ্রস্ত হলেও তাঁর চিকিৎসা পর্যন্ত করাননি স্বামী। শেষপর্যন্ত বাপের বাড়ির লোকজন ওই মহিলাকে প্রথমে নিয়ে যান বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে তাঁকে স্থানান্তর করা হয় মালদ মেডিকেল কলেজ হাসপাতালে। স্বামীর উপযুক্ত বিচারের দাবি করেছেন অ্যাসিড আক্রান্ত স্ত্রী।
advertisement
ওই গৃহবধূর বাবা জিতেন মন্ডল বলেন, মেয়েকে অল্প বয়সেই সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলাম। প্রথমে মেয়ে-জামাইয়ের মধ্যে সুসম্পর্ক ছিল। আমাদের পরিবারের আর্থিক অবস্থাও যথেষ্ট খারাপ। কিন্তু বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে দাম্পত্য বিবাদ দেখা যায়। দু'জনকেই মানিয়ে নিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছিল। এরইমধ্যে আজ সকালে হঠাৎই জামাই এসে মেয়েকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। পরে মেয়ে অ্যাসিড হামলার কথা জানায়। পুলিশ জানিয়েছে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের খোঁজ চলছে। অভিযোগ অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
Sebak DebSarma
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
১৫ বছরের দাম্পত্যের পর স্ত্রীর মুখে অ্যাসিড হামলা, বাপের বাড়ির সামনে ফেলে পালাল খোদ স্বামী
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement