Malda Student Death: ১৮ বছরের যুবকের হাতে 7 MM পিস্তল, রিল বানাতে গিয়ে চলল গুলি? কালিয়াচক-কাণ্ডে রোমহর্ষক মোড়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পুলিশের দাবি, মোবাইল ফোনে মিলেছে মৃত্যুর আগে দুই যুবকের ফোটোসেশনের একাধিক ছবি ও ভিডিও। ধৃত যুবককে শুক্রবার মালদহ জেলা আদালতে পেশ করা হয়। কোথা থেকে অস্ত্র পেল মাত্র ১৮ বছরের যুবক? সেই হদিশ পেতে জিজ্ঞাসাবাদের জন্য যুবককে হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের
মালদহ: মালদহের কালিয়াচকে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যুর ঘটনার তদন্তে চাঞ্চল্যকর মোড়। গ্রেফতার নিহতের বন্ধু সফি আলী। বাড়িতেই অস্ত্র হাতে রিল বানাতে গিয়ে অসাবধানতাবশত গুলি ছিটকে মৃত্যু হয় যুবকের। ঘটনায় উদ্ধার হয়েছে সেভেন এম এম পিস্তল এবং এক রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত যুবকের মোবাইল ফোন।
পুলিশের দাবি, মোবাইল ফোনে মিলেছে মৃত্যুর আগে দুই যুবকের ফোটোসেশনের একাধিক ছবি ও ভিডিও। ধৃত যুবককে শুক্রবার মালদহ জেলা আদালতে পেশ করা হয়। কোথা থেকে অস্ত্র পেল মাত্র ১৮ বছরের যুবক? সেই হদিশ পেতে জিজ্ঞাসাবাদের জন্য যুবককে হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কালিয়াচকের শ্রীরামপুরের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় যুবক সামিউল ইসলামের। মাত্র ১৮ বছরের যুবকের হাতে কীভাবে সেভেন এম এম পিস্তল এল? তা নিয়ে শুরু হয় হইচই। ঘটনার তদন্তে নেমে কালিয়াচকের গয়েশবাড়ির বাসিন্দা সফি আলীকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে ধৃত যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। ধৃত সফি আলী বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছে পুলিশ। বাড়িতে টিকটক বা রিল বানানোর কথা স্বীকার করেছেন নিহতের আত্মীয়রাও।
ঝন্টু মণ্ডল, কালিয়াচক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2024 4:02 PM IST