Malda News: নেশাগ্রস্ত স্বামীর বিরুদ্ধে মুখ খোলার ‘শাস্তি’, মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হল স্ত্রী ও নাবালক ছেলে-মেয়েকে
- Published by:Siddhartha Sarkar
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
ইংরেজবাজারের বাগবাড়ি এলাকার ঘটনা। তদন্তে পুলিশ। অভিযুক্তরা পলাতক।
সেবক দেবশর্মা, মালদহ: স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে আক্রান্ত গৃহবধূ ও দুই নাবালক ছেলে মেয়ে । মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ারও অভিযোগ । আহত গৃহবধূ ও দুই নাবালক ছেলেমেয়ে আপাতত মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন । মালদহের ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকার ঘটনা ৷ আক্রান্ত গৃহবধুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। আক্রান্ত গৃহবধূ মিনতি ঘোষের স্বামী পেশায় দিনমজুর। একে পরিবারের আর্থিক অবস্থা বেশ খারাপ। তার ওপর ৮ মাস ধরে স্বামী সংসারের খরচ বাবদ কোনও টাকা দেন না বলে অভিযোগ ।
উল্টে মাঝে মধ্যেই নেশাগ্রস্ত অবস্থায় চলে পরিবারের লোকজনকে মারধর । গত রাতে স্বামীর কাছে টাকা চাইলে শুরু হয় পারিবারিক বচসা । এরপরেই প্রথমে স্বামী ও পরে শ্বশুরবাড়ির লোকজন চড়াও হন বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ছেলে মেয়ে-সহ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। আক্রান্ত গৃহবধুর অভিযোগ, স্বামী দীর্ঘদিন ধরে জুয়া খেলা এবং বিভিন্ন নেশায় আসক্ত। সংসারে যা আয় করেন তার প্রায় সবটাই নেশার কারণে খরচ হয়ে যায়। অথচ ঘরে রয়েছে ছোট ছোট দুটি ছেলেমেয়ে । তাই, ভবিষ্যতের কথা ভেবে প্রতিবাদ করতে যান তিনি। এরপরেই জোটে মারধর।
advertisement
ঘটনায় ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করেন মেয়ের পরিবারের লোকজন। এর পরেই তদন্তের নামে পুলিশ। এলাকার বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, মাঝেমধ্যেই ওই মহিলাকে বাড়িতে অত্যাচার করা হত। রাতে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর এলাকার কিছু লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে পাঠান। পুলিশ জানিয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত স্বামীর খোঁজ চলছে। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
Location :
Maldah,West Bengal
First Published :
January 20, 2023 7:36 AM IST