Malda News: ভয়ঙ্কর কাণ্ড! জলের মধ্যে ওটা কী ভাসছে! কাছে যেতেই যা ঘটল...! এলাকায় বিরাট চাঞ্চল্য

Last Updated:

Malda News: পুকুরের জল থেকে দেহ টানতেই দেখা গেল দিব্যি জীবন্ত মানুষ। জল থেকে উঠে আসা যুবক কিন্তু লোকজনের ভিড়, পুলিশের উপস্থিতি এতসব কিছু দেখেও একেবারেই ভাবলেসহীন। মৃতদেহ উদ্ধারে এসে মালদহে চক্ষু চড়কগাছ পুলিশের।

ভয়ঙ্কর কাণ্ড! জলের মধ্যে ওটা কী ভাসছে!
ভয়ঙ্কর কাণ্ড! জলের মধ্যে ওটা কী ভাসছে!
মালদহ: জলে ভেসে রয়েছে মৃতদেহ। দীর্ঘক্ষণ পুকুরের জলে অজ্ঞাত পরিচয় যুবককে ভেসে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশে। মুহূর্তের মধ্যে এলাকায় মৃতদেহ দেখতে ভিড় করেন বহু মানুষ। মৃতদেহের পরিচয় জানতে তখন লোকে লোকারণ্য পুরাতন মালদহের নারায়ণপুর এলাকা। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে পুকুরে ভাসছে দেহ। মৃতদেহ স্থানীয় কারোর না কোনও অজ্ঞাত পরিচয়ের? ভিড়ের মধ্যে চলছে ফিসফাস। অনেকে আবার খোঁজ খবর করছেন এলাকার কেউ নিখোঁজ রয়েছে কিনা।
স্থানীয়দের কাছে খবর পেয়ে এলাকায় হাজির মালদা থানার পুলিশ। সঙ্গে মৃতদেহ উদ্ধারের জন্য লোকজন। পুলিশের নির্দেশে উদ্ধারকারীরা নামলেন পুকুরের জলে। এরপর যে কান্ড ঘটল তা চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন।পুকুরের জল থেকে দেহ টানতেই দেখা গেল দিব্যি জীবন্ত মানুষ। জল থেকে উঠে আসা যুবক কিন্তু লোকজনের ভিড়, পুলিশের উপস্থিতি এতসব কিছু দেখেও একেবারেই ভাবলেসহীন। ঘটনার জেরে তাজ্জব পুলিশকর্মীদেরও দেখা গেল ক্যামেরাবন্দি করছেন ওই যুবকের ছবি। এরই মধ্যে জল থেকে উঠে ভিজে পোশাকেই পুলিশের সামনে দিয়েই উধাও হল যুবক।
advertisement
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, এদিন নারায়ণপুর এলাকার ওই পুকুরে অন্তত দেড় থেকে দুই ঘন্টা ধরে একইভাবে ভেসে থাকতে দেখা যায় ওই যুবকের দেহ। স্বাভাবিকভাবে সকলেই ভাবেন কোনও মৃতদেহ ভেসে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু এরপর জীবন্ত যুবককে হেঁটে চলে উঠে আসতে দেখে সকলেই অবাক।
advertisement
স্থানীয়দের ধারণা, ওই যুবক সম্ভবত মানসিক ভারসাম্যহীন। অথবা মাদকাশক্ত। কারণ সাধারণ কারোর পক্ষে এভাবে ঘণ্টার পর ঘণ্টার জলে ভেসে থাকা সম্ভব নয়। তবে, এলাকায় ওই যুবক অপরিচিত বলেই জানিয়েছেন স্থানীয়রা। ওই যুবক উদ্ধার হওয়ার পরেও এদিন রাত পর্যন্ত পুকুরে যুবকের ভেসে থাকার ঘটনার রেশ কাটেনি। কিভাবে দীর্ঘক্ষণ জলে ভেসে রইলেন ওই যুবক ? তাতেও অবাক সকলেই। তবে, পুলিশের সামনেই উধাও হয়ে যাওয়ায় তার পরিচয় যাচাই করার সুযোগ মেলেনি।।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: ভয়ঙ্কর কাণ্ড! জলের মধ্যে ওটা কী ভাসছে! কাছে যেতেই যা ঘটল...! এলাকায় বিরাট চাঞ্চল্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement