চলছে লকডাউন, গোয়ার পর এ বার দার্জিলিংয়ে দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের

Last Updated:

‘মোগলি’র বন্ধু ‘বাঘিরা’ যেন গল্পের বই ছেড়ে মস্ত একটা লাফ দিয়ে পৌঁছে গিয়েছে এক্কেবারে আমাদের চোখের সামনে । দেখা মিলল মেলানিস্টিক লেপার্ড বা ব্ল্যাক প্যান্থারের ।

#দার্জিলিং: গোটা দেশেই চলছে লক ডাউন । করোনা আতঙ্কে এখন গৃহবন্দি গোটা দেশই । আর সেই সুযোগেই যেন ডানা মেলতে চলেছে এই বসুন্ধরা । কবি লিখেছিলেন, ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ গোটা দেশ যখন কাবু ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি ভাইরাসের চোখ রাঙানিতে । বিশ্ব যখন নাভিঃশ্বাস তুলছে । তখন আপন খেয়ালে ফের নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে প্রকৃতি । মানুষের অত্যাচারে একটু ওলোটপালট হয়ে যাওয়া, অনেকটা দূষণ বেড়ে যাওয়া, আন্টার্টিকার গলে যাওয়া বরফ, বেড়ে যাওয়া জলস্তর, কমে যাওয়া সবুজ, ফিকে হয়ে যাওয়া অক্সিজেন, সবটাই আবার একটু একটু করে সাজিয়ে নিচ্ছে প্রকৃতি মা । নিস্তেজ হয়ে যাওয়া শহরে আজ বিনা চিন্তায় হেঁটে বেড়াচ্ছে হরিণ,, নীলগাই, বাঘরোল, ভামের দল । পরিষ্কার আকাশে আরও পরিষ্কার বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সকলে । কখনও ডলফিন, কখনও কচ্ছপ, কখনও বিরল ঈগলদের ফিরিয়ে আনছে ভালবেসে । বহু যুগ পর নিজের সন্তানদের উড়তে শেখাচ্ছে প্রকৃতি মা ।
আর সেই লকডাউনের দৌলতেই এবার এই রাজ্যেই দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের । ‘মোগলি’র বন্ধু ‘বাঘিরা’ যেন গল্পের বই ছেড়ে মস্ত একটা লাফ দিয়ে পৌঁছে গিয়েছে এক্কেবারে আমাদের চোখের সামনে । দার্জিলিংয়ে হঠাৎ করেই দেখা মিলল মেলানিস্টিক লেপার্ড বা ব্ল্যাক প্যান্থারের । দার্জিলিংয়ের সেই ছবিটি এ মাসের শুরুর দিকে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে । গাছে ডালে বসে ঠ্যাং দোলাচ্ছিল বাঘিরা । যেন গল্প করছিল তার প্রিয় বন্ধু মোগলির সঙ্গে । সেই ছবি ট্যুইট করেছিলেন IFS অফিসার প্রবীণ কাসওয়ান ।
advertisement
advertisement
advertisement
এবার আরও একটি ছবি ট্যুইট করলেন তিনি । সেটি ছত্তীসগড়ের বিলাসপুরের একটি ব্যাঘ্র প্রকল্পের । এবার বাঘিরা দেখা দিয়েছেন এই অভয়ারণ্যেই । জঙ্গেলর মধ্যে থাকা গোপন ক্যামেরায় সম্প্রতি তার সাক্ষাৎ পাওয়া গিয়েছে । কিছুদিন আগে গোয়াতেও একটি ব্ল্যাক প্যান্থারের দেখা মিলেছিল ।
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চলছে লকডাউন, গোয়ার পর এ বার দার্জিলিংয়ে দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement