Literature: মধ্যবিত্ত পরিবারে আর্থিক অনটন লেগেই রয়েছে! তবু এই বৃদ্ধার সাহিত্য চর্চা অবাক করবে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
দীর্ঘ সময় ধরে তিনি নিজের মন থেকে রচনা করে চলেছেন একেরপর এক কবিতা ও গান। ভক্তিমূলক, সামাজিক নারী উন্নয়নমূলক ও সমাজকল্যাণ মূলক এই সমস্ত গান ও কবিতা শ্রোতাদের অনেকটাই পছন্দের।
তুফানগঞ্জ: আর পাঁচজন জেলার কবি কিংবা সাহিত্যিকদের মতন পরিচিত মুখ নন তিনি। একেবারেই ছাপোষা সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘরের বৃদ্ধা মহিলা। তুফানগঞ্জ শহরের ৯ নং ওয়ার্ড অমর্ত্য সরণির প্রায় বছর ষাটের স্বপ্নারাণী পাল। দীর্ঘ সময় ধরে তাঁর সাহিত্যচর্চার প্রতি অগাধ ভালবাসা। তাইতো দীর্ঘ সময় ধরে তিনি নিজের মন থেকে রচনা করে চলেছেন একেরপর এক কবিতা ও গান। ভক্তিমূলক, সামাজিক নারী উন্নয়নমূলক ও সমাজকল্যাণ মূলক এই সমস্ত গান ও কবিতা শ্রোতাদের অনেকটাই পছন্দের। বর্তমানে এই বৃদ্ধা মহিলার একটাই ইচ্ছে তাঁর কবিতা কিংবা গানের একটি বই প্রকাশ করা।
স্বপ্নারাণী পাল জানান, “যখন তিনি নবম শ্রেণীতে পড়তেন সেইসময় পদ্মাপুরাণ সম্পূর্ণ পড়ে ফেলেছিলেন। সেখান থেকেই ছন্দ সম্পর্কে ধারণা জন্ম নেয় তাঁর। এরপর বিয়ের পর স্বামীকে প্রশংসা করে একটি কবিতা লিখেছিলেন প্রথম। ধীরে ধীরে সেখান থেকেই শুরু হলো কবিতা লেখার নেশা। এখন শরীর সায় না দেওয়ার জন্য আগের মত আগের মতন লিখতে পারেন না তিনি। তবে তাঁর মৃত্যুর আগে তিনি দেখে যেতে চান তাঁর লেখাগুলো কেউ প্রকাশের ব্যবস্থা করে পড়ার সুযোগ করে দিয়েছেন সকলের জন্য।”
advertisement
advertisement
তিনি আরোও জানান, “সাংসারিক সমস্ত কাজ সামলে পরিশ্রমের মাঝে পুরনো একটি খাতা ও কলমে তিনি চালিয়ে যান সাহিত্য চর্চা। মনের মধ্যে হঠাৎ যেসব কবিতার লাইন আসে। সেগুলোকেই কাগজের পাতায় রূপ দিয়ে থাকেন তিনি।\” তুফানগঞ্জ শহরের বিশিষ্ট কবি ও এক পত্রিকার সম্পাদক অমরেন্দ্র বসাক জানান, \”এই বয়সে একজন মহিলা পরিবারের দায়িত্ব পূরণ করে যেভাবে কলম চালিয়ে যাচ্ছেন সত্যি তা বিরল। এক সময় ‘রাই কিশোরী’ নামে ৩০ টি কবিতার বই নিজের খরচে প্রকাশ করেছেন। বর্তমানে তিনি অসুস্থ থাইরয়েডের কারণে। এছাড়া অসুস্থ স্বামী নিয়ে কায়ক্লেশে চলছে তাঁর সংসার। এত কষ্টের মধ্যেও তার কলম থেমে নেই।”
advertisement
এই বয়সে এসেও বৃদ্ধা মহিলা যেভাবে সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছেন। এছাড়া তিনি যেভাবে পরিবারিক পরিস্থিতি সামলে সাহিত্য চর্চা ধরে রেখেছেন প্রতিনিয়ত। বিষয়টি সত্যিই প্রশংসার যোগ্য বলেই জানাচ্ছেন বহু মানুষ। তাইতো বহু আগ্রহী মানুষ তাঁর পাশে এসে দাঁড়ানোর জন্য এগিয়ে আসতে চাইছেন বর্তমানে।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 06, 2024 9:19 PM IST