Khagen Murmu Attack: খগেন মুর্মুদের উপর হামলায় 'খুনের চেষ্টা'র মামলা,২৪ অক্টোবর জলপাইগুড়ি জেলা আদালতে শুনানি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
২৪ অক্টোবর জলপাইগুড়ি জেলা আদালতে শুনানি
শিলিগুড়ি: খগেন মুর্মুদের উপর হামলায় খুনের চেষ্টার মামলা, ধৃত ৫ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলাও যুক্ত করা হল। নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি নেতারা। রক্তাক্ত সাংসদ খগেন মুর্মু, আহত হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। ২৪ অক্টোবর জলপাইগুড়ি জেলা আদালতে শুনানি।
জলপাইগুড়ির নাগরাকাটায় তাঁদের খুন করার পরিকল্পনা ছিল হামলাকারীদের। মাথা থেঁতলে খুন করার চক্রান্ত হয়েছিল বলে দাবি করেছেন খগেন মুর্মু। গত সোমবার দুপুরে খগেন এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পর সেখান থেকে গাড়িতে করে বেরিয়ে আসার সময়েই ফেসবুক লাইভ করেছিলেন শঙ্কর। দাবি করেছিলেন, হামলাকারীরা নিজেদের দিদির লোক বলে পরিচয় দিয়েছেন। বৃহস্পতিবার খগেনও একই দাবি করেন।
advertisement
নাগরাকাটার বামনডাঙা গ্রামে দুর্যোগকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন খগেন এবং শঙ্কর। অভিযোগ, তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। সেই পাথরের আঘাতেই রক্তাক্ত হন খগেন। গত মঙ্গলবার জলপাইগুড়িতে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির হাসপাতালে মালদহ উত্তরের সাংসদকে দেখার পর তাঁর সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন মমতা। কথা বলেন সাংসদের স্ত্রী এবং সন্তানের সঙ্গেও। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 9:13 AM IST