Jalpaiguri News: সুখবরের মাঝেই আশঙ্কা...! জাতীয় সড়কের সম্প্রসারণ, উন্নয়নের আনন্দ, আশঙ্কা কোথায় জানেন?

Last Updated:

Jalpaiguri News: ডুয়ার্সের রাস্তা সম্প্রসারণে সত্যিই কী কোপ পড়বে গাছেদের ওপর? গরুমারার বুকে রাস্তা বাড়াতে গিয়ে উন্নয়ন বনাম পরিবেশ রক্ষার টানাপোড়েন! 

+
লাটাগুড়ি

লাটাগুড়ি রাস্তা

জলপাইগুড়ি: ডুয়ার্সের রাস্তা সম্প্রসারণে সত্যিই কী কোপ পড়বে গাছেদের ওপর? গরুমারার বুকে রাস্তা বাড়াতে গিয়ে উন্নয়ন বনাম পরিবেশ রক্ষার টানাপোড়েন। জঙ্গলের রাস্তা বাড়াতে গিয়ে কোপ পড়তে পারে গাছের ওপর, এমনটাই সম্ভাবনা উঠে এসেছিল চালসা-গোলাই থেকে ময়নাগুড়ি বিডিও মোড় পর্যন্ত ৪০ কিমি দীর্ঘ প্রকল্প ঘিরে। স্বাভাবিক ভাবেই রাস্তা সম্প্রসারণের আনন্দের পাশাপাশি গ্রাস করেছিল অজানা আশঙ্কাও। গাছ কাটা পড়লে পরিবেশের ভারসাম্য ব্যঘাত ঘটবে।
সূত্রের খবর, জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI) সম্প্রতি চালসা-গোলাই থেকে ময়নাগুড়ি বিডিও মোড় পর্যন্ত ৭১৭ নম্বর জাতীয় সড়কের প্রায় ৪০ কিমি দীর্ঘ রাস্তাটিকে সম্প্রসারণের পরিকল্পনা হাতে নিয়েছে। এই রাস্তাটি গরুমারা জাতীয় উদ্যানের বুক চিরে চলে গেছে—ফলে প্রকৃতি ও বন্যপ্রাণ রক্ষার প্রশ্নে নতুন করে চিন্তিত পরিবেশপ্রেমীরা। এর আগেও লাটাগুড়ি সংলগ্ন বিচাভাঙ্গার রেল ফ্লাইওভারের কাজের সময় বহু পুরনো গাছ কাটা পড়েছিল। এবারও সেই আশঙ্কাই দানা বাঁধছে। যদিও এই মুহূর্তে পরিকল্পনাটি আলোচনার স্তরে রয়েছে, এখনও পর্যন্ত গাছ কাটার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
advertisement
advertisement
জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধক্ষ্য মহুয়া গোপ আশ্বাস দিয়ে জানিয়েছেন, “উন্নয়ন অবশ্যই হবে, কিন্তু গাছ না কেটেই। পরিবেশ বাঁচিয়ে এগোতেই আমাদের অঙ্গীকার।” তবে এমন আশ্বাসে ভরসা পাচ্ছেন না অনেক পরিবেশকর্মী। তাঁদের মতে, উন্নয়নের প্রয়োজন থাকলেও তা যেন প্রকৃতির ভারসাম্য নষ্ট না করে। প্রয়োজনে আইনি পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতরের পক্ষ থেকেও জানানো হয়েছে, এই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি। গরুমারার মত সংবেদনশীল অঞ্চলে প্রকৃতি ও পরিকাঠামোর মেলবন্ধন কীভাবে সম্ভব—এই প্রশ্নই এখন ঘুরছে সাধারণ মানুষ ও প্রশাসনের মনে। উন্নয়নের রাস্তায় হেঁটে প্রকৃতির ক্ষতি না করেই কি গন্তব্যে পৌঁছনো সম্ভব? উত্তর খুঁজছে ডুয়ার্স!
advertisement
সুরজিৎ দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: সুখবরের মাঝেই আশঙ্কা...! জাতীয় সড়কের সম্প্রসারণ, উন্নয়নের আনন্দ, আশঙ্কা কোথায় জানেন?
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement