Toto: যানজটের জ্বালা থেকে এবার মিলবে মুক্তি! টোটো নিয়ে কড়া পদক্ষেপ, বিরাট 'অ্যাকশন' নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা
- Published by:Madhab Das
- local18
Last Updated:
টোটো একদিকে যেমন আশীর্বাদ ঠিক সেই রকমই আবার কোনও কোনও সময় তা অভিশাপে পরিণত হচ্ছে। আর এরই পরিপ্রেক্ষিতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে জলপাইগুড়ি পুরসভা।
শান্তনু কর, জলপাইগুড়ি: টোটো একদিকে যেমন আশীর্বাদ ঠিক সেই রকমই আবার কোনও কোনও সময় তা অভিশাপে পরিণত হচ্ছে। এমনটাই বলতে শোনা গেল জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে। আর এমন মন্তব্যের পাশাপাশি প্রশাসনিক বৈঠকে শহরের যানজট ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নিল জলপাইগুড়ি পৌরসভা।
শহরে মাত্রাহীনভাবে টোটোর আগমনের ফলে যানজট সমস্যা দিন দিন সাধারণ মানুষদের সমস্যার মুখে ফেলছে। এমন পরিস্থিতিতে এবার জলপাইগুড়ি পুরসভা একাধিক পদক্ষেপ গ্রহণ করবে বলেই জানিয়েছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। লাগাম ছাড়া টোটো নিয়ন্ত্রণের পাশাপাশি হকারদের ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এখানে ওখানে দোকান খুলে বসে গিয়েছেন তাদের ক্ষেত্রেও ব্যবস্থা গ্রহণ করে শহরকে যানজট মুক্ত করা হবে বলেও জানানো হয়েছে।
advertisement
advertisement
জলপাইগুড়ি পুরসভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে পুলিশকে সঙ্গে নিয়ে শুরু হবে অভিযান। কোনও টোটো জাতীয় সড়ক পার করে জলপাইগুড়ি শহরে প্রবেশ করতে পারবে না। এছাড়াও জলপাইগুড়ি শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় টোটো যাত্রী তুলতে পারবেনা। সেই সকল জায়গাগুলি চিহ্নিত ইতিমধ্যেই করা হয়েছে। তবে যাত্রী নামিয়ে ফাঁকা টোটো আনা যাবে।
advertisement
এছাড়াও লাগামছাড়া টোটোর কারণে যানজট সমস্যা থেকে শহরকে মুক্ত করতে কালার কোড ব্যবহার করা হবে। ব্যবহার করা হবে কিউআর কোড। এছাড়াও টোটোর জন্য বিকল্প রুট ম্যাপ তৈরি করা হবে। পাশাপাশি ফুটপাত দখল মুক্ত করতেও সোমবার থেকে পদক্ষেপ নেবে পুরসভা।
advertisement
মূলত শহরকে যানজট মুক্ত করার জন্য শুক্রবার পুলিশ প্রশাসন এবং টোটো চালকদের সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে এমন একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে জলপাইগুড়ি পৌরসভার এই সিদ্ধান্তে আপত্তি তুলেছে শ্রমিক সংগঠন। তাদের পাল্টা দাবি টোটো না আটকে শহরকে ওয়ান ওয়ে করা হোক। তৃণমূলের টোটো চালক সংগঠনের তরফে এমন দাবি তোলা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 10:24 AM IST