Magical Make Up: মানবীই সজ্জিত মৃন্ময়ীর সাজে! শিল্পীর হাতের জাদুতে অবিকল দেবীর বেশে দেখা গেল সাধারণ কন্যাকে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Magical Make Up: দক্ষিণবঙ্গের প্রসিদ্ধ শ্যামসুন্দরী মায়ের বিগ্রহকে, ধূপগুড়ির মেকআপ শিল্পী অর্ক দাস কৃত্রিম রূপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। মোট সাত ঘন্টার অক্লান্ত পরিশ্রমে এই কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন অর্ক দাস ও তাঁর টিম
সুরজিৎ দে, জলপাইগুড়ি: কালীপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই জীবন্ত কালী চোখে পড়ল জলপাইগুড়ির ধুপগুড়িতে। শ্যামসুন্দরী মা-এর নিখুঁত রূপ ফুটে উঠল প্রস্থেটিক মেকআপের মধ্য দিয়ে। দক্ষিণবঙ্গের প্রসিদ্ধ শ্যামসুন্দরী মায়ের বিগ্রহকে, ধূপগুড়ির মেকআপ শিল্পী অর্ক দাস কৃত্রিম রূপসজ্জার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। মোট সাত ঘন্টার অক্লান্ত পরিশ্রমে এই কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন অর্ক দাস ও তাঁর টিম।
উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের শ্যামসুন্দরী কালীকে একটি ছোট্ট মেয়ে রূপে পুজো করা হয়। সেই রূপই জলপাইগুড়ি থেকে ফুটিয়ে তুলেছেন অর্ক। তাঁর এই নিখুঁত কাজ এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল। প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন থেকে শুরু করে স্থানীয় এলাকার মানুষজন। ঠিক যেভাবে কুমোরটুলি প্রতিমা তৈরি হয়, ঠিক একই ভাবে মেকআপ এর মাধ্যমে মায়ের এই রূপ ফুটিয়ে তোলা হয়েছে জীবন্ত এই চরিত্রের ওপরে।
advertisement
আরও পড়ুন : এ বছর দীপান্বিতা লক্ষ্মীপুজো কবে? পুজোর শুভ মুহূর্ত কখন? জানুন পঞ্জিকা কী বলছে
এই সৃষ্টি প্রসঙ্গে শিল্পী অর্ক দাস জানান, “আগের কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের এই শিল্পকর্মটি উপস্থাপন করেছি, আশা করছি সবার ভাল লাগবে।” এছাড়াও পুরো টিম মারফত জানা গিয়েছে, এমন অভিনব শৈল্পিক কাজের মূল ভাবনা অর্ক দাসের এবং সামনে থেকে সমগ্র কাজটিকে পরিচালনা করেছেন তার দাদা অরূপ ঘোষ। মায়ের মূর্তিকে সম্পূর্ণ রূপ দিতে মেকআপ শিল্পী নিজেও দু’হাতে রঙ মেখে প্রতিমার বাকি দু’হাত ফুটিয়ে তুলেছেন। এই সুন্দর কাজটির মডেল ধুপগুড়িরই বাসিন্দা প্রিয়া দত্ত। কাজটি করা হয়েছে শিলিগুড়ির একটি স্টুডিতে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 24, 2024 11:47 PM IST