Ram Mandir: হলুদ-ঘি মাখানো অক্ষত চাল দিয়ে রাম মন্দির উদ্বোধনের নিমন্ত্রণ
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
রাম মন্দিরের ঘি, হলুদ মাখানো এই চাল বিশেষভাবে পুজো করা হয়েছে। তারপর সেই চাল দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে। মালদহে এসেছে সেই অক্ষত চাল সঙ্গে রাম মন্দিরের ছবি
মালদহ: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। দেশের বিভিন্ন প্রান্তে চলছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কাজ। এবার অযোধ্যা থেকে বিশেষ আমন্ত্রণ পত্র এসে পৌঁছল মালদহের বাড়ি বাড়ি। বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা সেই আমন্ত্রণপত্র বাড়ি বাড়ি পৌঁছে দেন।
advertisement
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। ঐদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ হিসাবে অক্ষত চাল পাঠানো হয়েছে মালদহ জেলায়। রাম মন্দিরের ঘি, হলুদ মাখানো এই চাল বিশেষভাবে পুজো করা হয়েছে। তারপর সেই চাল দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে। মালদহে এসেছে সেই অক্ষত চাল সঙ্গে রাম মন্দিরের ছবি। মালদহ জেলা বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা এই বিশেষ চাল ও রাম মন্দিরের ছবি জেলার বিভিন্ন প্রান্তের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মন্দির উদ্বোধনে হাজির থাকার আমন্ত্রণ জানাচ্ছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সন্তোষ রায় বলেন, অযোধ্যা থেকে বিশেষ এই অক্ষত এসেছে। পুজো করা চালে হলুদ-ঘি মাখানো। ২২ জানুয়ারি প্রতিটি বাড়িতে যাতে প্রদীপ জ্বালানো হয়, অকাল দীপাবলি করা হয় সেই আবেদন রাখা হচ্ছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত জেলা জুড়ে এই নিমন্ত্রণ পর্ব চালাবে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। রাম মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকার পাশাপাশি ২২ জানুয়ারি জেলার প্রতিটি বাড়িতে বাড়িতে যেন প্রদীপ প্রজ্বলন করা হয় সেই আবেদন রাখছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। দেশজুড়ে ঐদিন প্রতিটি বাড়িতে বাড়িতে প্রদীপ প্রজ্বলন করা হবে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2024 7:09 PM IST





