প্রশিক্ষিত হয়েও প্রাথমিক টেট পরীক্ষায় বসা সম্ভব হচ্ছে না, বিক্ষোভ পড়ুয়াদের
Last Updated:
প্রশিক্ষিত হয়েও প্রাথমিক টেট পরীক্ষায় বসা সম্ভব হচ্ছে না, বিক্ষোভ পড়ুয়াদের
#ইসলামপুর: পরীক্ষার শর্ত অনুযায়ী প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও প্রাথমিক টেট পরীক্ষায় আবেদন করতে পারছেন না ইসলামপুর অবর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ কারণ- তাদের কাছে নেই প্রশিক্ষণের সার্টিফিকেট ৷ টেট পরীক্ষায় বসার দাবিতে সোমবার ইসলামপুরে অবর বিদ্যালয় দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন ২০১৫-১৭ শিক্ষা বর্ষে শিক্ষক শিক্ষণ প্রশিক্ষণের ছাত্রছাত্রীরা ৷
আন্দোলনকারীদের দাবি, শিক্ষাবর্ষ শেষ হলেও এখনও পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়নি। ফল প্রকাশিত না হওয়ার কারণে প্রাথমিক টেট পরীক্ষায় তারা বসতে পারছেন না। পড়ুয়াদের তরফে এদিন শিক্ষক শিক্ষণে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের পরীক্ষার বসার অনুমতি দেবার দাবি জানানো হয়। অবর বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের চেয়ারম্যানের কাছে ছাত্র ছাত্রীদের দাবিপত্র পাঠানো হয়েছে। বাকি সিদ্ধান্ত পর্ষদের হাতে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2017 4:34 PM IST