'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা...' আক্রান্ত খগেন মুর্মুকে হাসপাতালেই ভাইফোঁটা দিলেন বিজেপি বিধায়ক
- Published by:Rachana Majumder
- Reported by:Susmita Mondal
Last Updated:
তাঁর চোখের নীচে গুরুতর আঘাত লেগেছে বলে খবর। আর দলেরই একজন সতীর্থ তথা একজন সাংসদ যখন এইভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তখন দিদি হিসেবে নিজের কর্তব্য পালন করে সেই সাংসদের পাশে দাঁড়িয়ে তার মনোবলকে আরও বাড়িয়ে দিতে হাসপাতালে পৌঁছে গেলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
কিছুদিন আগেই নাগড়াকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে আহত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। গোটা ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছে বিজেপি। একজন সাংসদকে কেন এইভাবে আক্রমণ করা হলো, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। শুধুমাত্র তিনি বিজেপির জনপ্রতিনিধি বলেই কী আজকে তাঁর নিরাপত্তা এই রাজ্যের মাটিতে নেই, তা নিয়েও সোচ্চার হয়েছেন বিরোধীরা। আর তার মাঝেই যখন সেই খগেন মুর্মু হাসপাতালে চিকিৎসাধীন, তখন ভাইফোঁটার দিন দিদি হিসেবে নিজের কর্তব্য পালন করে নিজের দলেরই সাংসদকে সেই হাসপাতালে গিয়ে ভাই ফোঁটা দিলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। আর এই ছবি সামনে আসার পরেই তৃণমূলকে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা।
ইতিমধ্যেই গোটা রাজ্যবাসী জেনে গিয়েছেন যে, নাগরাকাটায় কিছুদিন আগে কী ঘটনা ঘটেছে। যেখানে ত্রাণ বিলি করতে গিয়েছিলেন বিজেপির দুইজন জনপ্রতিনিধি খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। সেখানে তাদের ওপর বিধ্বংসী হামলা হয়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খগেনবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন।
advertisement
তাঁর চোখের নীচে গুরুতর আঘাত লেগেছে বলে খবর। আর দলেরই একজন সতীর্থ তথা একজন সাংসদ যখন এইভাবে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তখন দিদি হিসেবে নিজের কর্তব্য পালন করে সেই সাংসদের পাশে দাঁড়িয়ে তার মনোবলকে আরও বাড়িয়ে দিতে হাসপাতালে পৌঁছে গেলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। যেখানে খগেন মুর্মুকে সেই হাসপাতালেই ভাইফোঁটা দিলেন তিনি। আর এই দৃশ্য সামনে আসার পরেই তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। এখনও পর্যন্ত যাঁরা মূল অভিযুক্ত, তারা গ্রেফতার হয়নি বলেই দাবি করছে বিরোধীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 23, 2025 6:47 PM IST