Huge Development Work In Tea Garden: ‘বাচ্চাদের নিয়ে কাজ করতে আপনাদের অসুবিধা হয়’- মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ক্রেশ - স্বাস্থ্যকেন্দ্র মহিলা কর্মীদের বড় সুবিধা
- Published by:Debalina Datta
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Huge Development Work In Tea Garden: নজর চা বাগানে, একাধিক স্বাস্থ্য কেন্দ্র ও ক্রেশ চালু করছে রাজ্য
কলকাতা: রাজ্য সরকার চা বাগানগুলিতে ক্রেশ চালু করার জন্য উদ্যোগ নিয়েছে, বিশেষ করে বন্ধ থাকা বাগানগুলো চালু করার পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে শতাধিক চা বাগানে ইতিমধ্যে ক্রেশ চালু করা হয়েছে। বন্ধ থাকা পানিঘাটা চা বাগান এক দশক পর পুনরায় চালু হয়েছে এবং সেখানে শ্রমিকদের মজুরি ও বেতন দেওয়া হচ্ছে। এছাড়াও, রাজ্য সরকার বন্ধ থাকা কিছু চা বাগান অধিগ্রহণেরও ঘোষণা দিয়েছে, যা চা শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে।
রাজ্য সরকারের উদ্যোগে ক্রেশ চালু: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শতাধিক চা বাগানে ক্রেশ চালু করা হয়েছে।বন্ধ বাগান চালু: রাজ্য সরকারের হস্তক্ষেপে এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা পানিঘাটা চা বাগান পুনরায় চালু হয়েছে। অধিগ্রহণ: রাজ্য সরকার ডুয়ার্স অঞ্চলের ৬টি বন্ধ চা বাগান অধিগ্রহণের ঘোষণা দিয়েছে, যা শ্রমিকদের কর্মসংস্থান ও সুবিধা নিশ্চিত করবে।
advertisement
স্বাস্থ্য কেন্দ্র: রাজ্য সরকার চা বাগানগুলিতে ৫৫টি স্বাস্থ্য কেন্দ্রও চালু করেছে। বাগান সংলগ্ন এলাকাতেই হবে বাচ্চাদের রাখার ক্রেশ। সব চা শ্রমিককে দেওয়া হবে পরিচয়পত্রও। রাজ্য সরকারের এমন উদ্যোগের কথা বছর তিনেক আগে ঘোষণা করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
জলপাইগুড়ির মালবাজারে আইএনটিটিইউসির চা শ্রমিকদের কর্মিসভায় চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন তিনি। সেখানেই অভিষেক বলেছিলেন, ‘‘অনেককে বাচ্চা পিঠে বেঁধে চা পাতা তুলতে বেরোতে হয়। আমি আপনাদের অসুবিধার কথা জেনেছি। বাচ্চাদের নিয়ে কাজ করতে আপনাদের অসুবিধা হয়। প্রধানমন্ত্রী নিজেকে চাওয়ালা বলেন। কিন্তু যাঁরা চা বাগানে কাজ করেন তাদের দেখেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থাকলেও আপনাদের দিকে নজর রেখে চলেছেন।
advertisement
তাই ক্রেশে বাচ্চাদের রেখে আপনার নির্বিঘ্নে কাজে যেতে পারবেন। আমরা সেই ব্যবস্থা করছি।’’তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেছিলেন, ‘‘ সব কাজ হবে। এই সব বিষয় নিয়ে কথা বলেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে। এ বার থেকে বাচ্চা নিয়ে কাজে যেতে হবে না। ৫০টি করে বাচ্চা রাখার ব্যবস্থা হবে। মোট ২,৫০০ হাজার বাচ্চা রাখার ব্যবস্থা হবে। প্রথমে একটি ক্রেশে ৫০টি করে বাচ্চা রাখা গেলেও, পরে সেখানে যাতে ৬০-৭০টি বাচ্চা রাখার ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থাও আমরা করব।’’
advertisement
Abir Ghosal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 10:11 AM IST

