মহিলার শ্লীলতাহানির অভিযোগ জিআরপি-র বিরুদ্ধে, দার্জিলিং মেলে বিক্ষোভ
Last Updated:
মহিলার অভিযোগ, তাঁর গায়ে হাত দিয়ে এক কর্তব্যরত জিআরপি অশালীন আচরণ করে৷ মালদহ জিআরপি ওই মহিলা ও তাঁর পরিবার অভিযোগ জানাতে গেলে, অভিযোগ নিতে টালবাহানা করে মালদহ জিআরপি৷ ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷
#মালদহ: ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা৷ স্টেশনে কর্তব্যরত জিআরপি-র বিরুদ্ধে এক মহিলাযাত্রীর সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠল শিয়ালদহগামী দার্জিলিং মেলে৷ মালদহ জিআরপি অভিযোগ নিতে টালবাহানা করায় তুমুল বিক্ষোভ শুরু হয়৷
মহিলার অভিযোগ, তাঁর গায়ে হাত দিয়ে এক কর্তব্যরত জিআরপি অশালীন আচরণ করে৷ মালদহ জিআরপি ওই মহিলা ও তাঁর পরিবার অভিযোগ জানাতে গেলে, অভিযোগ নিতে টালবাহানা করে মালদহ জিআরপি৷ ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ শিয়ালদহে নেমে অভিযোগ জানাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে পরিবার৷
দার্জিলিং মেলে কয়েক দিন আগেই এক যাত্রীর কানে পোকা ঢুকে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে৷ হঠাৎ ওই যাত্রী বলতে থাকেন তাঁর কানে কিছু একটা ঢুকেছে। কিছুক্ষণের মধ্যেই প্রবল যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি। তা শুনে তড়িঘড়ি এগিয়ে আসেন সহযাত্রীরা। কয়েকজন জানান, ওই যাত্রীর কান থেকে রক্ত বেরতে থাকে। তা দেখে ঘাবড়ে যান অনেকেই। তখনই কিছু যাত্রী টিটি’র কাছে গিয়ে চিকিৎসকের ব্যবস্থা করার জন্য বারবার অনুরোধ করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকেও অনুরোধ করেন। অভিযোগ, কেউই কিছু করতে পারবেন না বলে জানান। তখন ক্ষুব্ধ যাত্রীরা চেন টানলে ট্রেন আজিমগঞ্জ স্টেশনে দাঁড়ায়। স্টেশন মাস্টারের কাছে গিয়ে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকের দাবিতে।
advertisement
advertisement
আরও ভিডিও: চলন্ত ট্রেনে গার্ডের সামনেই মহিলার শ্লীলতাহানি, দেখেও প্রতিবাদ করেননি সহ-যাত্রীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2019 8:22 AM IST