পথ দুর্ঘটনায় জখম দুই গ্রুপ-ডি পরীক্ষার্থী !
Last Updated:
মালদায় পথ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই পরীক্ষার্থী ৷
#মালদা: আজ রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী রাজ্য সরকারের গ্রুপ-ডি পদের পরীক্ষা দেবেন ৷ ভিন রাজ্য থেকেও বিপুল সংখ্যায় পরীক্ষার্থী এসেছেন এরাজ্যে পরীক্ষা দেওয়ার জন্য ৷ এত বিপুল সংখ্যায় পরীক্ষার্থীদের সামলানোটা এখন বড় চ্যালেঞ্জ রাজ্যসরকারের কাছে ৷ ইতিমধ্যেই পরীক্ষা দিতে এসে সমস্যায় পড়েছেন অনেক পরীক্ষার্থীরাই ৷ মালদায় পথ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই পরীক্ষার্থী ৷
মালদার বৈষ্ণবনগরে ৩৪ নং জাতীয় সড়কে এদিন লরির ধাক্কায় আহত হয়েছেন দুই গ্রুপ-ডি পরীক্ষার্থী ৷ তাঁরা টোটো করে মালদা টাউন স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন ৷ দুর্ঘটনার পর আহত অবস্থায় দুই পরীক্ষার্থীকে মালদা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁদের ৷
আজ দুপুর আড়াইটে থেকে শুরু গ্রুপ-ডি পদের পরীক্ষা ৷ পরীক্ষা সুষ্ঠুভাবে করতে যথেষ্ট উদ্যোগী রাজ্য সরকার ৷ রাস্তায় পর্যাপ্ত বাস, ট্যাক্সি, অটোর ব্যবস্থা করা হয়েছে ৷ তা সত্ত্বেও বাদুড় ঝোলা ভিড়ে বাসে-ট্রেনে করে চলেছেন পরীক্ষার্থীরা ৷ পূর্ব রেলওয়েতে চালু ৬টি বাড়তি ট্রেন ৷ বর্ধমান লাইনে ৪টি বাড়তি ডাউন ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ৷ পরীক্ষার জন্য চালু থাকছে ৩০০টি মেট্রো ৷ গ্যালোপিং লোকাল ট্রেনও আজ প্রতিটি স্টেশনে থামবে বলে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 20, 2017 10:40 AM IST