Uttar Dinajpur News: রাজার পুকুরে মাছ ধরার সুযোগ! বিরাট সব আয়োজন, টিকিটের দাম কত জানেন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Uttar Dinajpur News: একজন সর্বোচ্চ তিনটি ছিপ দিয়ে মাছ ধরতে পারবেন। আর এই মাছ ধরার প্রতিযোগিতায় প্রতি বছরের মতো এবারও শামিল হয়েছেন শিলিগুড়ি, মালদা, কলকাতা-সহ পার্শ্ববর্তী বহু জেলার মানুষ।
উত্তর দিনাজপুর: ৫০০ টাকার টিকিট কাটলেই রাজার পুকুরে মাছ ধরবেন ‘প্রজা’রা। প্রতি বছরের মতো এবারও রাজা কর্ণের পুকুরে ৫০০ টাকার টিকিট কাটলেই যত খুশি তত মাছ ধরার সুযোগ পাবেন। টিকিট কেটে ছিপ নিয়ে ভিতরে এলেই পেয়ে যাবেন এই পুকুরে আপনার পছন্দমত রুই, কাতল, মৃগল-সহ হরেক রকম মাছ। স্বাধীনতা দিবস থেকেই এই মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয়েছে প্রতিযোগিতা চলবে ২৬ অগাস্ট পর্যন্ত। এই পুকুর থেকে একজন সর্বোচ্চ তিনটি ছিপ দিয়ে মাছ ধরতে পারবেন। আর এই মাছ ধরার প্রতিযোগিতায় প্রতি বছরের মতো এবারও শামিল হয়েছেন শিলিগুড়ি, মালদা, কলকাতা-সহ পার্শ্ববর্তী বহু জেলার মানুষ।
কথিত আছে এই পুকুর নাকি এক সময় কর্ণ রাজার অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মহাভারতের দাতা কর্ণ নাকি একসময় বিভিন্ন অঞ্চল পরিদর্শন করতে বেরিয়েছিলেন তার সৈন্যসামন্ত নিয়ে। যাত্রাপথে বিশ্রামের জন্য একটা জায়গা বেছে নিয়েছিলেন। সেই সময় তিনি তিনি যে অঞ্চলে বিশ্রাম নিচ্ছিলেন, সেখানে পানীয় জলের সমস্যা দেখতে পেয়ে তিনি একটি পুকুর খনন করেন সেই পুকুরই দাতা কর্ণের পুকুর নামে পরিচিত বা করণ দীঘির পুকুর নামে পরিচিত। এই পুকুরকে ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন লোকগাথা প্রচলিত আছে।
advertisement
advertisement
পরবর্তীতে এই করণদিঘির বিধায়ক গৌতম পাল এই পুকুরকে ঘিরে একটি ট্যুরিজম পার্কের পরিণত করার পরিকল্পনা করেন। এবং এই পুকুরে মাছ ধরার একটা প্রতিযোগিতাও রাখেন প্রতি বছর। যারা এখানে মাছ ধরতে আসেন তাদের জন্য থাকা এবং খাবারও ব্যবস্থা রয়েছে। বহু মানুষ তাই প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে এই কর্ণ রাজার পুকুরে আসেন মাছ ধরতে।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2024 2:38 PM IST