#ইসলামপুর: লরিতে আচমকা আগুন লেগে পুড়ে মৃত্যু হল খালাসির।ঘটনাটি ইসলামপুর থানার মাদারিপুরে ৩১ নম্বর জাতীয় সড়কে।পুলিশের অনুমান ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তাতেই খালাসির মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,শিলিগুড়ি থেকে শঁশা লোড করে ইসলামপুরের দিকে আসছিল একটি হরিয়ানার লড়ি। খালাসি সুখবিন্দর সিং দুই রাত্রি গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। লরিটি ইসলামপুর থানার মাদারিপুরে আচমকাই আগুন লেগে যায়। আগুন দেখে এলাকার মানুষ এবং দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। ভিতরে থাকা লড়ির খালাসিকে বিভিন্নভাবে বের করা চেষ্টা করা হলেও গভীর ঘুমে মগ্ন ছিলেন।
আগুন গায়ে লাগলেও তাতেও খালাসি ঘুম ভাঙেনি। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়। দমকলবাহিনী ঘটনাস্থলে পৌছে মৃত্যদেহ গাড়ি থেকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে পাঠায়।দমকল বাহিনীর অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dead, North bengal news