Fire Break Out: নতুন বছরের শুরুতেই একের পর এক দোকানে আগুন, পুড়ে ছাই সবকিছু...
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Fire Break Out: আচমকাই আগুন লেগে যায় ওই দোকানগুলিতে। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের এলাকার বাসিন্দারা
কোচবিহার: আচমাই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। নতুন বছরের শুরুতেই ভয়াবহ বিপর্যয় মেখলিগঞ্জে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সোমবার মেখলিগঞ্জ ব্লকেরের রানিরহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে বাজারের তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এরমধ্যে একটি অলঙ্কারের দোকান, একটি মুদির দোকান ও একটি মালপত্র রাখার গোডাউন বলে জানা গিয়েছে। ওই তিন দোকানের মালিকরা সর্বস্ব হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন। তাঁদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে খবরে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আচমকাই আগুন লেগে যায় ওই দোকানগুলিতে। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের এলাকার বাসিন্দারা। তাঁরাই আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগান। কিন্তু বাজার এলাকায় কোনও জলাধার না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। এদিকে খবর পেয়ে দমকলে গাড়ি যতক্ষণে ঘটনাস্থলে পৌঁছয় যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। এরপর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে অনিন দমকল কর্মীরা।
advertisement
অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ী অনন্ত রায়, লক্ষ্মণ রায়, বিমল অধিকারীরা জানান, আগুনে প্রায় লক্ষাধিক টাকার জিনিস সম্পূর্ণ পুড়ে গিয়েছে। নববর্ষ উপলক্ষে দোকানে প্রচুর মালপত্র এনেছিলেন মহাজনের থেকে ঋণ করে। সব হারিয়ে কার্যত দিশেহারা অবস্থা। এদিকে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুন লেগেছিল।
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2024 4:43 PM IST