Dakshin Dinajpur News: রোগীর পরিজনদের রাত্রি নিবাস চিকিৎসকদের দখলে! খোলা আকাশের নিচেই কাটছে রাত
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
পরিকাঠামগত উন্নয়নের অঙ্গ হিসেবে ২০২১ সালে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে রোগীর আত্মীয়দের জন্য রাত্রি নিবাস চালু হয়। এর উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সম্পূর্ণ আধুনিক পরিকাঠামোযুক্ত এই রাত্রি নিবাসটি
দক্ষিণ দিনাজপুর: হাসপাতালে রাত্রি নিবাস থাকা সত্ত্বেও রোগীর পরিজনদের এই কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। কারণ রাত্রি নিবাসটি চিকিৎসকদের দখলে। এমনই ছবি দেখা গেল বালুরঘাট জেলা হাসপাতালে।
পরিকাঠামগত উন্নয়নের অঙ্গ হিসেবে ২০২১ সালে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে রোগীর আত্মীয়দের জন্য রাত্রি নিবাস চালু হয়। এর উদ্বোধন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সম্পূর্ণ আধুনিক পরিকাঠামোযুক্ত এই রাত্রি নিবাসটি গত দু’বছর তালা বন্ধ অবস্থায় পড়ে আছে। ফলে খোলা আকাশের নিচে কিংবা গাছ তলায়, টিনের শেডের নিচে শুয়ে-বসে রাত কাটাতে হয় রোগীর পরিজনদের। এর ফলে অনেকে অসুস্থ হয়েও পড়ছেন।
advertisement
advertisement
বালুরঘাট হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় একশো জন রোগীর আত্মীয় রাত্রিবাস করেন। কিন্তু রাত্রিবাসের জন্য নির্মিত ভবনটি পুরোপুরি দখল করে রেখেছেন চিকিৎসকরা। আর তাতেই এমন বেহাল অবস্থা। বাইরে থেকে আসা চিকিৎসকরা সেখানেই থাকেন। ফলে রোগীর আত্মীয়দের ঠাঁই হয়েছে গাছতলায়।
আরও খবর পড়তে ফলো করুন
রোগীর পরিজনদের এই হয়রানির বিষয়টি মেনে নিয়েছে বালুরঘাট পুরসভাও। তারাও গোটা বিষয়টি নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করে। কেন রোগীর পরিজনদের জন্য নির্মিত রাত্রিবাসে চিকিৎসকরা থাকবেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক মহল থেকে। যদিও এই বিষয়ে বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 26, 2023 8:16 PM IST