এগিয়ে বাংলা: বিনামূল্য স্যানিটারি ন্যাপকিন বিলি, থাকছে নিখরচায় চিকিৎসার ব্যবস্থাও
Last Updated:
প্রতি বছরই বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সোশাল মিডিয়ায় চলে শুভেচ্ছার ছয়লাপ।
#কার্শিয়ং: প্রতি বছরই বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সোশাল মিডিয়ায় চলে শুভেচ্ছার ছয়লাপ। সেই বৃত্ত থেকে অবশ্য অনেকটাই দূরে থাকেন কার্শিয়ঙের গাড়িধুরার মহিলারা। এবছর সেই দিনটাই যেন তাঁদের জীবনে দীর্ঘদিনের অসচেতনতা ও অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তির আলো নিয়ে এল। প্রত্যন্ত এই গ্রামের মহিলারা জানতেনই না, স্যানিটারি ন্যাপকিন কী? রাজ্য সরকারের সহায়তায় তাঁদের সচেতনতার উদ্যোগ নিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
চা বাগান অধ্যুষিত পাহাড়ি জনপদ গাড়িধুরা। সকলেই বিপিএল আওতাভুক্ত। ন্যূনতম শিক্ষার ছোঁয়াও পাননি এখানকার বাসিন্দারা। ব্যবহার তো দূরের কথা, স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে ধারণাই নেই এলাকার বেশিরভাগ মহিলার। জানলেও কেনার সামর্থ নেই। বছরখানেক আগে এলাকায় সমীক্ষা চালায় কনসার্ন ফর হিউম্যান ওয়েলফেয়ার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেখানেই উঠে আসে, স্যানিটারি ন্যাপকিন নিয়ে মহিলাদের অজ্ঞতার তথ্য।
advertisement
স্যানিটারি ন্যাপকিন নিয়ে বিভিন্ন জায়গায় আগেই প্রচার শুরু করেছে রাজ্য সরকার। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে বেসরকারি উদ্যোগও। আন্তর্জাতিক নারী দিবসে কার্শিয়ং মহকুমা প্রশাসনের সহায়তায় গাড়িধুরার ১০১ জন মহিলাকে স্যানিটারি ন্যাপকিন দেয় কনসার্ন ফর হিউম্যান ওয়েলফেয়ার।
advertisement
সরকারি সহায়তায় সচেতনতার উদ্যোগ
----------------------------------
- সারা বছর বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিলি
advertisement
- স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নিয়ে লাগাতার প্রচার
- স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ ও চিকিৎসার ব্যবস্থা
- ৮৭টি চা বাগানে প্রচার চালাবে স্বেচ্ছাসেবী সংস্থা
অভিনব এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মহিলারা।
শুধু চা বাগান এলাকাই নয়, পুরুলিয়া অযোধ্যা পাহাড় সহ অন্যান্য প্রত্যন্ত গ্রামেও স্যানিটারি ন্যাপকিন নিয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2018 11:04 AM IST